কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে (আজ) মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২.৩০ মিনিটে মাঠে নামবে বার্সেলোনা। ঘরের মাঠে ওই ম্যাচে বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামালের খেলা অনিশ্চিত। 

ম্যাচের আগের দিন অনুশীলন করেননি ইয়ামাল। লাস পালমাসের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে ব্যথা পান তিনি। তার ম্যাচ ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। যদিও বার্সা কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, ইয়ামালের খেলার বিষয়ে তিনি ইতিবাচক। 

ইয়ামালের মতো রিয়াল মাদ্রিদের ফুটবলারদের সঙ্গে অনুশীলন করেননি কিলিয়ান এমবাপ্পে। বুধবার (দিবাগত রাত) বাংলাদেশ সময় ২.

৩০ মিনিটে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে লস ব্লাঙ্কোসরা। এমবাপ্পে দাঁতের ব্যথায় ভোগায় অনুশীলন করেননি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। 

তবে ইয়ামালের মতো এমবাপ্পের খেলা অনিশ্চিত নয় বলে জানানো হয়েছে। রিয়াল মাদ্রিদ প্রথম লেগের ম্যাচটি রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলবে। দলের সঙ্গেই ম্যাচটি খেলতে যাবেন এমবাপ্পে। এমনকি শুরুর একাদশে থাকার সম্ভাবনাও অনেক বেশি তার।

তবে রিয়াল মাদ্রিদ ওই ম্যাচে পাচ্ছে না মিডফিল্ডার ফেদে ভালভার্দেকে। হ্যামস্ট্রিং ইনজুরিতে আছেন এই উরুগুইয়ান মিডফিল্ডার। জিরোনার বিপক্ষে লিগ ম্যাচেও ছিলেন না তিনি। টানা খেলতে থাকা ভালভার্দেকে তাই প্রথম লেগে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কার্লো আনচেলত্তি। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল য় ন এমব প প এমব প প

এছাড়াও পড়ুন:

এনসিসি ব্যাংকের পর্ষদের সভা অনুষ্ঠিত

বেসরকারি খাতের এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে পর্ষদ সভাটি হয়।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম (কোম্পানি সচিব) ও মো. হাবিবুর রহমান এবং বোর্ড ডিভিশনের এসএভিপি মো. নজরুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সভায় ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা–সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি মুনাফা করেছে ১৭৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ২৭৫ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ১০২ কোটি টাকা। সর্বশেষ গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি মুনাফা করে ৫৮ কোটি টাকা। গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা ২০১ কোটি টাকা।

সম্পর্কিত নিবন্ধ