কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে (আজ) মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২.৩০ মিনিটে মাঠে নামবে বার্সেলোনা। ঘরের মাঠে ওই ম্যাচে বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামালের খেলা অনিশ্চিত। 

ম্যাচের আগের দিন অনুশীলন করেননি ইয়ামাল। লাস পালমাসের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে ব্যথা পান তিনি। তার ম্যাচ ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। যদিও বার্সা কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, ইয়ামালের খেলার বিষয়ে তিনি ইতিবাচক। 

ইয়ামালের মতো রিয়াল মাদ্রিদের ফুটবলারদের সঙ্গে অনুশীলন করেননি কিলিয়ান এমবাপ্পে। বুধবার (দিবাগত রাত) বাংলাদেশ সময় ২.

৩০ মিনিটে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে লস ব্লাঙ্কোসরা। এমবাপ্পে দাঁতের ব্যথায় ভোগায় অনুশীলন করেননি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। 

তবে ইয়ামালের মতো এমবাপ্পের খেলা অনিশ্চিত নয় বলে জানানো হয়েছে। রিয়াল মাদ্রিদ প্রথম লেগের ম্যাচটি রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলবে। দলের সঙ্গেই ম্যাচটি খেলতে যাবেন এমবাপ্পে। এমনকি শুরুর একাদশে থাকার সম্ভাবনাও অনেক বেশি তার।

তবে রিয়াল মাদ্রিদ ওই ম্যাচে পাচ্ছে না মিডফিল্ডার ফেদে ভালভার্দেকে। হ্যামস্ট্রিং ইনজুরিতে আছেন এই উরুগুইয়ান মিডফিল্ডার। জিরোনার বিপক্ষে লিগ ম্যাচেও ছিলেন না তিনি। টানা খেলতে থাকা ভালভার্দেকে তাই প্রথম লেগে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কার্লো আনচেলত্তি। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল য় ন এমব প প এমব প প

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ