চ্যাম্পিয়নস ট্রফিতে ‘মাহমুদউল্লাহকে দেখে মনে হচ্ছে, ছুটি কাটাতে এসেছে’
Published: 26th, February 2025 GMT
ভারতের বিপক্ষে ম্যাচে দলে সুযোগ পাননি। নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ব্যাটে ১৪ বলে মাত্র ৪ রান, হাতে ফসকেছে একটি ক্যাচও। সরাসরি থ্রোয়ে একটি রান আউট করলেও ম্যাচ ততক্ষণে বাংলাদেশের মুঠো ফসকে বেরিয়ে গেছে। মাহমুদউল্লাহর সমালোচনা তাই চলছে চারপাশে। ওয়াসিম আকরাম যেমন বলেছেন, দেখে মনে হচ্ছে মাহমুদউল্লাহ চ্যাম্পিয়নস ট্রফিতে ছুটি কাটাতে এসেছে!
আরও পড়ুন‘এত কলা বানরও খায় না’—পাকিস্তানি খেলোয়াড়দের খোঁচা আকরামের৩ ঘণ্টা আগেগত সোমবার নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটের হারে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ম্যাচের পর চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল সম্প্রচারকদের একটি শো–তে কথাটি বলেন পাকিস্তান কিংবদন্তি।
বাংলাদেশের ২৩৬ রান তাড়া করতে নেমে ৩৭ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ১৯১। ব্যক্তিগত ১০৫ রানে স্ট্রাইকে রাচিন রবীন্দ্র। তখন ৩৮তম ওভারে মোস্তাফিজুর রহমানের প্রথম বলে মিড অনে রবীন্দ্রর সহজ ক্যাচ ছাড়েন মাহমুদউল্লাহ। ৩৯ বছর বয়সী এ ক্রিকেটারের হাত থেকে ফসকে যায় বল। আকরাম এই ক্যাচ মিস নিয়ে বলেছেন, ‘একদমই সহজ ছিল! মাহমুদউল্লাকে দেখে মনে হচ্ছে, এখানে (চ্যাম্পিয়নস ট্রফি) ছুটি কাটাতে এসেছে। ব্যাটিং-বোলিং কিছুই হচ্ছে না।’
পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আকর ম
এছাড়াও পড়ুন:
নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩ পুলিশ আহত
পাবনায় নামাজরত অবস্থায় নিজাম প্রামানিক (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোস্তফা প্রামানিককে আটক করেছে পুলিশ। তাকে আটক করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন সদর থানার তিন উপ-পরিদর্শক (এসআই)।
রবিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত
নিহত নিজাম প্রামাণিক একই গ্রামের মৃত ইন্তাজ প্রামানিকের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। অভিযুক্ত মোস্তফা প্রামাণিকও কৃষকের কাজ করতেন। নিহত এবং অভিযুক্ত সম্পর্কে বাবা-ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নিজাম প্রামানিক নতুন বাজারে দুধ বিক্রি করে রবিবার সন্ধ্যার পর বাসায় ফেরেন। খাবার শেষে এশার নামাজ পড়তে দাঁড়ান তিনি। এ সময় ঘরে প্রবেশ করে দরজা আটকিয়ে হাঁসুয়া দিয়ে নিজাম প্রমানিককে কুপিয়ে হত্যা করেন মোস্তফা। পরে তিনি পাশের ঘরে গিয়ে বসে থাকেন। অভিযুক্তকে ঘরের ভেতরে তালাবদ্ধ রেখে পুলিশকে খবর দেন স্বজন ও এলাকাবাসী। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এরপর অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
আটকের সময় অভিযুক্তের ছুরিকাঘাতে সদর থানার এসআই আবু বকর সিদ্দিক, এসআই জিয়াউর রহমান, এসআই আবু রায়হান আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে এসআই জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের অপর ছেলে মিজানুর রহমান বলেন, “আমরা খাবার শেষে রুমে শুয়ে ছিলাম। এমন সময় রুম আটকিয়ে নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করে মোস্তফা। এর আগেও সে আমাকে মেহগনি ঢাল দিয়ে মারধর করে মারাত্মক আহত করেছিল। আজকে (রবিবার) হত্যা করতে গামছার মধ্যে হাঁসুয়া নিয়ে আমাকে মাঠের মধ্যে গিয়ে খুঁজাখুঁজি করেছে। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে আমাকে সতর্ক করে।”
তিনি আরো বলেন, “সে মাদকের জন্য প্রায়ই বাবা ও আমাদের থেকে টাকা চাইতো। না দিলেই বাড়িতে ভাঙচুর চালাতো। তার শাস্তি হওয়া উচিত।”
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে আটক করতে গিয়ে তিনজন এসআই আহত হয়েছেন।”
ঢাকা/শাহীন/মাসুদ