চ্যাম্পিয়নস ট্রফিতে ‘মাহমুদউল্লাহকে দেখে মনে হচ্ছে, ছুটি কাটাতে এসেছে’
Published: 26th, February 2025 GMT
ভারতের বিপক্ষে ম্যাচে দলে সুযোগ পাননি। নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ব্যাটে ১৪ বলে মাত্র ৪ রান, হাতে ফসকেছে একটি ক্যাচও। সরাসরি থ্রোয়ে একটি রান আউট করলেও ম্যাচ ততক্ষণে বাংলাদেশের মুঠো ফসকে বেরিয়ে গেছে। মাহমুদউল্লাহর সমালোচনা তাই চলছে চারপাশে। ওয়াসিম আকরাম যেমন বলেছেন, দেখে মনে হচ্ছে মাহমুদউল্লাহ চ্যাম্পিয়নস ট্রফিতে ছুটি কাটাতে এসেছে!
আরও পড়ুন‘এত কলা বানরও খায় না’—পাকিস্তানি খেলোয়াড়দের খোঁচা আকরামের৩ ঘণ্টা আগেগত সোমবার নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটের হারে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ম্যাচের পর চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল সম্প্রচারকদের একটি শো–তে কথাটি বলেন পাকিস্তান কিংবদন্তি।
বাংলাদেশের ২৩৬ রান তাড়া করতে নেমে ৩৭ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ১৯১। ব্যক্তিগত ১০৫ রানে স্ট্রাইকে রাচিন রবীন্দ্র। তখন ৩৮তম ওভারে মোস্তাফিজুর রহমানের প্রথম বলে মিড অনে রবীন্দ্রর সহজ ক্যাচ ছাড়েন মাহমুদউল্লাহ। ৩৯ বছর বয়সী এ ক্রিকেটারের হাত থেকে ফসকে যায় বল। আকরাম এই ক্যাচ মিস নিয়ে বলেছেন, ‘একদমই সহজ ছিল! মাহমুদউল্লাকে দেখে মনে হচ্ছে, এখানে (চ্যাম্পিয়নস ট্রফি) ছুটি কাটাতে এসেছে। ব্যাটিং-বোলিং কিছুই হচ্ছে না।’
পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আকর ম
এছাড়াও পড়ুন:
এনসিসি ব্যাংকের পর্ষদের সভা অনুষ্ঠিত
বেসরকারি খাতের এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে পর্ষদ সভাটি হয়।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম (কোম্পানি সচিব) ও মো. হাবিবুর রহমান এবং বোর্ড ডিভিশনের এসএভিপি মো. নজরুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।
এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সভায় ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা–সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়।
ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি মুনাফা করেছে ১৭৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ২৭৫ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ১০২ কোটি টাকা। সর্বশেষ গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি মুনাফা করে ৫৮ কোটি টাকা। গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা ২০১ কোটি টাকা।