ঢাকার দোহারে ডাকাত দলের হামলায় ৭ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার বিলাশপুর ইউনিয়নের চর কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ওই গ্রামের সোহেল ভান্ডারি (৪৫), মাসুদ (১৮), এমডি রবিন (৩২), নুর মোহাম্মদ (২০), রিয়াজুল ইসলাম (৩৭), সাহেব আলী ও বায়েজিদ হোসেন (২০)। তাঁদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা ডাকাত দলের ছোড়া ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ২টার দিকে চর কুতুবপুর গ্রামে নিলুয়ার হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয় ২০-২৫ জনের একটি ডাকাত দল। তারা দরজা ভেঙে প্রথমে নিচতলায় একটি কক্ষ থেকে সাত-আট ভরি সোনা লুট করে। টের পেয়ে বাড়ির দ্বিতীয় তলা থেকে নিচতলায় ছুটে আসেন নিলুয়ার ও তাঁর ছোট ভাই জিন্নাত আলী। এ সময় তাঁরা ‘ডাকাত’ বলে চিৎকার দিলে এলাকাবাসীরা লাঠি নিয়ে এগিয়ে আসেন। ডাকাতেরা গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে প্রায় ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের প্রথমে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিলুয়ার হোসেন বলেন, ডাকাতেরা একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে তাঁদের বাড়িসংলগ্ন পদ্মা নদীর ঘাটে আসে। ডাকাতদের ট্রলারটি আটকে রাখা হয়েছে। গ্রামবাসী প্রতিরোধ করলে ডাকাতেরা গুলি করতে করতে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বায়েজিদ হোসেন। তিনি জানান, তাঁর শরীরে প্রায় ১০টি ছররা গুলি লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে বিশ্রামে আছেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। ডাকাত সন্দেহে গ্রামবাসী এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ডাকাতদের ছোড়া গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড ক ত দল গ র মব স

এছাড়াও পড়ুন:

খুলনায় মুক্তি পাচ্ছে ‘দেলুপি’

খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের নদী ভাঙনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দেলুপি’ সিনেমা। আগামী ৭ নভেম্বর খুলনায় মুক্তি পেতে যাচ্ছে এটি। এদিন নগরীর খালিশপুরের লিবার্টি সিনেমা হলে প্রদর্শিত হবে সিনেমাটি। ১৪ নভেম্বর থেকে ঢাকাসহ দেশব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। 

এর আগে ৫ নভেম্বর, সিনেমাটির প্রিমিয়ার শো প্রদর্শিত হবে বেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয় মাঠে। এখানে সিনেমাটির দৃশ্যধারনের কাজ হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

তার প্রথম সিনেমা ‘দেলুপি’। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটিতে এর শুটিং হওয়ায় এবং এর অভিনেতা ও অভিনেত্রীরা খুলনা অঞ্চলের হওয়ায় আগামী ৭ নভেম্বর সিনেমাটি খুলনায় মুক্তি পাবে। ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ১৪ নভেম্বর থেকে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির প্রচার শুরু হয়েছে। সিনেমার ট্রেইলার, টিজার, গানও প্রচারিত হচ্ছে। সিনেমাটিতে রাজনীতি, ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রামের গল্প বলেছেন বলে জানান পরিচালক মোহাম্মদ তাওকীর।

খুলনায় নানাভাবে সিনেমাটির প্রচারের পরিকল্পনা করেছেন পরিচালক মোহাম্মদ তাওকীর। তার ভাষায়, “আরো বেশ কিছুদিন খুলনায় সিনেমাটির প্রচারের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে—সারা শহরে চিকা মারা, পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫ নভেম্বর প্রিমিয়ার, লিবার্টি সিনেমা হল সাজিয়ে দর্শকদের জন্য প্রস্তুত করা, ওয়ান্ডারল্যান্ড পার্কে প্রচার ছাড়াও নানা ধরণের কর্মসূচি। একই সঙ্গে খুলনার ৪টি উপজেলায় স্পেশাল শোয়ের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ৮ ও ৯ নভেম্বর বটিয়াঘাটা উপজেলা এবং ১০ নভেম্বর দাকোপ উপজেলা, ১১ নভেম্ব পাইকগাছা উপজেলা ও ১২ নভেম্বর ডুমুরিয়া উপজেলা সদরে প্রদর্শিত হবে।”

‘দেলুপি’ সিনেমার অভিনয়শিল্পীরা খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমাটিতে অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ অনেকে।

ঢাকা/নুরুজ্জামান/শান্ত

সম্পর্কিত নিবন্ধ