ঝিনাইদহে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু
Published: 28th, February 2025 GMT
ঝিনাইদহে ট্রাকচাপায় সব্যসাচী রায় (৩০) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়কের মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজারে দুর্ঘটনাটি ঘটে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জ বারোবাজার হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন বলেন, “মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।”
মারা যাওয়া সব্যসাচী যশোর জেলার মনিরামপুর উপজেলার ব্রহ্মপুর গ্রামের বিমল কুমার রায়ের ছেলে। তিনি রাজশাহীর আরআরএফ এনজিওতে অডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
আরো পড়ুন:
ঝালকাঠিতে গাছে মোটরসাইকেলের ধাক্কা, শিক্ষক নিহত
হবিগঞ্জে বাস উল্টে খাদে, আহত অনেক
এলাকাবাসী জানায়, “রাজশাহী থেকে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন সব্যসাচী। বিষয়খালী এলকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএমএল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের প্রতিনিধি দল। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমএলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি নাসিম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেজওয়ান মর্তুজা ও যুগ্ম মহাসচিব সাকিব খান।
সাক্ষাতের সময় প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে ডিসেম্বরের মধ্যে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করে। এ সময় দলটির পক্ষ থেকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।