চট্টগ্রামের বাঁশখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম জাহিদুল ইসলাম। তিনি বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ভাদালিয়া গ্রামের বাচুর বাপের বাড়ির মৃত হাবিব উল্লাহর ছেলে। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার সরল ইউনিয়নের কানুনগোখীল ব্রিজের পূর্ব পাশের বেড়িবাঁধ এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলামের বাবা দুই মাস আগে মারা যান। এর পর থেকে জাহিদুল ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পরিবারের ব্যয় নির্বাহ করে আসছিলেন। গতকাল রাতে তিনি যাত্রী নিয়ে সরল এলাকায় গিয়েছিলেন। সেখানে তাঁকে ছুরিকাঘাত করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে দেখেন জাহিদুলকে কে বা কারা ছুরিকাঘাত করেছেন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত জাহিদুলের বুকসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহ উদ্ধার

ফতুল্লায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকালে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৮ বছর হবে।

তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার পড়নে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিকভাবে শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 
 

সম্পর্কিত নিবন্ধ