বিদুৎ বিল, ব্যাংক ইন্টারেস্ট ও ডলারের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে হঠাৎ করে হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া বাড়িয়ে দেয় হিমাগার মালিকপক্ষ। এতে দেশের বিভিন্ন এলাকায় চাষিরা বিক্ষোভ দেখান। এমন পরিস্থিতিতে কৃষকের স্বার্থ রক্ষার উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। হিমাগারে এক কেজি আলু রাখার সর্বোচ্চ ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।

রোববার কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খান সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে গেল ৮ ফেব্রুয়ারি চলতি মৌসুমে প্রতিকেজি আলুর ভাড়া ৮ টাকা নির্ধারণের কথা জানায় হিমাগার মালিকদের সংগঠন–বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। এর আগে হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদে গেল ২ ফেব্রুয়ারি এবং ১৯ ফেব্রুয়ারি দুই দফায় সড়কে আলু ফেলে প্রতিবাদ জানান রাজশাহীর আলুচাষীরা। এছাড়া ভাড়া বাড়ানোর প্রতিবাদে কুড়িগ্রাম, দিনাজপুর, বগুড়াতেও সড়কে আলু ফেলে প্রতিবাদ জানান কৃষকরা।

কৃষি সচিব ড.

মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, প্রতিকেজি আলুর হিমাগার ভাড়া ৮ টাকা করেন কোল্ড স্টোরেজ মালিকরা। এরপর আমরা কৃষকের স্বার্থ রক্ষার উদ্যোগ নিয়েছি। আমরা বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে তাদের কথাও শুনেছি। দুই পক্ষের মতামতের ভিত্তিতে বাস্তবতা বিবেচনা করে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে কৃষকও উপকৃত হবেন, আবার কোল্ড স্টোরেজ মালিকরা ন্যায্য ভাড়া পাবেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: আল

এছাড়াও পড়ুন:

করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

করিডর দেওয়া না–দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জনগণের কাছ থেকে আসতে হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার বিকেলে মহান মে দিবসে আয়োজিত শ্রমিক সমাবেশে ‘করিডর’ নিয়ে কথা বলেন তারেক রহমান। জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে সহায়তা পাঠানোর জন্য ‘মানবিক করিডর’ স্থাপন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে, করিডর দেওয়া না–দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি।’

জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনো আলোচনা করার প্রয়োজন বোধ করেনি।

দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তী সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কি না কিংবা নেওয়া উচিত কি না, এই মুহূর্তে সেই বিতর্ক তুলতে চান না উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপির বক্তব্য স্পষ্ট—বিদেশিদের স্বার্থ নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে।

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এ বছর রমজান মাসে নিত্যপণ্যের দাম তুলনামূলকভাবে সহনীয় থাকায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। তবে তিনি বলেন, রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার চাল ও তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। চাল–তেলের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় বাড়েনি। তাহলে জনগণ এখন তাদের এমন ভোগান্তির কথা কার কাছে, কোথায় কীভাবে বলবে?

নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সমাবেশে নেতা-কর্মীদের একাংশ। ঢাকা, ১ মে

সম্পর্কিত নিবন্ধ