বিএনপির কেন্দ্রীয় অফিসের পিওন পরিচয়ে আশুলিয়া থানার ওসির সঙ্গে অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে সুমন মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানায় এ ঘটনা ঘটে। এ সময় সুমন মিয়া নিজেকে বিএনপি’র কেন্দ্রীয় অফিসের পিওন বলে দাবি করেন। 

জানা গেছে, আজ সুমন আশুলিয়া থানার ওসির রুমে ঢুকে তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন। এ সময় ওসির বিষয়ে তদন্ত করতে বিএনপি অফিস থেকে তাকে পাঠানো হয়েছে বলে জানান সুমন। এ ঘটনার একটি ভিডিও ফুটেজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি বিএনপি’র নজরে এলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

এ বিষয়ে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, অভিযুক্ত ব্যক্তি বিএনপির কেউ নন এবং ভুয়া পরিচয়ে দলের নাম ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছেন ওই যুবক। একই সঙ্গে রুহুল কবির রিজভী আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে ফোন করে প্রতারক সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু অসাধু ব্যক্তি ভুয়া পরিচয় ব্যবহার করছে, যা মেনে নেওয়া হবে না। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা প্রতারকের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। 

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, সে (সুমন) একজন প্রতারক। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব যবস থ ব এনপ

এছাড়াও পড়ুন:

খুলনায় মুক্তি পাচ্ছে ‘দেলুপি’

খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের নদী ভাঙনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দেলুপি’ সিনেমা। আগামী ৭ নভেম্বর খুলনায় মুক্তি পেতে যাচ্ছে এটি। এদিন নগরীর খালিশপুরের লিবার্টি সিনেমা হলে প্রদর্শিত হবে সিনেমাটি। ১৪ নভেম্বর থেকে ঢাকাসহ দেশব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। 

এর আগে ৫ নভেম্বর, সিনেমাটির প্রিমিয়ার শো প্রদর্শিত হবে বেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয় মাঠে। এখানে সিনেমাটির দৃশ্যধারনের কাজ হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

তার প্রথম সিনেমা ‘দেলুপি’। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটিতে এর শুটিং হওয়ায় এবং এর অভিনেতা ও অভিনেত্রীরা খুলনা অঞ্চলের হওয়ায় আগামী ৭ নভেম্বর সিনেমাটি খুলনায় মুক্তি পাবে। ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ১৪ নভেম্বর থেকে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির প্রচার শুরু হয়েছে। সিনেমার ট্রেইলার, টিজার, গানও প্রচারিত হচ্ছে। সিনেমাটিতে রাজনীতি, ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রামের গল্প বলেছেন বলে জানান পরিচালক মোহাম্মদ তাওকীর।

খুলনায় নানাভাবে সিনেমাটির প্রচারের পরিকল্পনা করেছেন পরিচালক মোহাম্মদ তাওকীর। তার ভাষায়, “আরো বেশ কিছুদিন খুলনায় সিনেমাটির প্রচারের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে—সারা শহরে চিকা মারা, পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫ নভেম্বর প্রিমিয়ার, লিবার্টি সিনেমা হল সাজিয়ে দর্শকদের জন্য প্রস্তুত করা, ওয়ান্ডারল্যান্ড পার্কে প্রচার ছাড়াও নানা ধরণের কর্মসূচি। একই সঙ্গে খুলনার ৪টি উপজেলায় স্পেশাল শোয়ের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ৮ ও ৯ নভেম্বর বটিয়াঘাটা উপজেলা এবং ১০ নভেম্বর দাকোপ উপজেলা, ১১ নভেম্ব পাইকগাছা উপজেলা ও ১২ নভেম্বর ডুমুরিয়া উপজেলা সদরে প্রদর্শিত হবে।”

‘দেলুপি’ সিনেমার অভিনয়শিল্পীরা খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমাটিতে অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ অনেকে।

ঢাকা/নুরুজ্জামান/শান্ত

সম্পর্কিত নিবন্ধ