বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করতে পারে বিশ্বগ্রন্থ একমাত্র আল কুরআন । মঙ্গলবার বাদ আসর সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা জামায়াতের উদ্যােগে এক সদস্য (রুকন) সম্মেলনে এসে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ তিনি বলেন সমাজে একদল ন্যায় নিষ্ঠাবান দক্ষ জনশক্তি তৈরি হলে সকল প্রকার অন্যায়কে মোকাবিলা করে দূর করা সম্ভব।  

তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আর্দশ  সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। যে সমাজে থাকবেনা কোন অন্যায়, দখলদারিত্ব ও চাদাঁবাজ। 

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন,ও মহানগরী শূরা সদস্য মাওলানা সাহাবুদ্দিন।

সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহবুব আলমের সভাপতিত্বে সেক্রেটারি হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি এনায়েতউল্লাহ, নায়েবে আমীর হুমায়ুন রফিক, মাওলানা সাইফুল ইসলাম, মাস্টার জহিরুল হক, আবদুুল বারী হেলাল প্রমূখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ইসল ম

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ