দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথম ভাষণ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কংগ্রেসে ট্রাম্পের প্রথম যৌথ ভাষণটি প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট দীর্ঘ ছিল।

বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ভাষণের শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমেরিকা ইজ ব্যাক। আমরা নতুন করে শুরু করেছি। এই কদিনে যা করে দেখিয়েছি তা অনেকে বিগত চার বছরেও পারেননি। 

আরো পড়ুন:

কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে শুল্ক কার্যকরের ঘোষণা ট্রাম্পের

জেলেনস্কি শান্তি চান না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দাক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছি। মার্কিন সেনা এবং বর্ডার পেট্রল টিম মোতায়েন করেছি। মারাত্মক কাজ করেছে তারা। ফলস্বরূপ গত মাসে অবৈধ অনুপ্রবেশ ছিল সবচেয়ে কম। জো বাইডেনের সময়ে এক মাসে শত শত অবৈধ অনুপ্রবেশ ঘটেছে সীমান্তে। 

এ সময় সীমান্ত শক্তিশালী করতে আইন পাসে কংগ্রেসের প্রতি আহ্বান জানান ট্রাম্প।

ট্রাম্প আরো বলেন, গত মঙ্গলবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন, সেখানে স্থগিত মার্কিন সামরিক চালান অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করতে ইউক্রেন প্রস্তুত বলে জানানো হয়েছে।

কংগ্রেসের ভাষণে কানাডা এবং মেক্সিকোর মাদক ফেন্টানিল নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ‘কানাডা ও মেক্সিকো থেকে এত পরিমাণে ফেন্টানিল আমাদের দেশে আসতে আগে কখনও দেখা যায়নি।’ এটি হাজার হাজার পরিবার ধ্বংস করছে বলে মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, আগামী দিনে মার্কিন অর্থনীতিতে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। কারণ তার প্রশাসন কানাডা, মেক্সিকো, চীন এবং অন্যান্য দেশ থেকে আসা গুরুত্বপূর্ণ পণ্যের ওপর শুল্ক আরোপ করবে।

ট্রাম্প আরো বলেন, গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঞ্চল করা হবে। তার প্রশাসন এটি পেতে যেকোনো উপায়ে কঠোর পরিশ্রম করছে।

কংগ্রেসে ট্রাম্প ডেমোক্র্যাটদের সমালোচনা করেন। তিনি আমেরিকার ইতিহাসে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প ডেমোক্র্যাটদের উদ্দেশ করে বলেন, তাদের খুশি করার জন্য, হাসানোর জন্য বা করতালি দেওয়ার মতো আমার বলার কিছুই নেই।

তিনি আরো বলেন, আমি একটি ভয়াবহ রোগের প্রতিকার খুঁজছি কিন্তু তারা এখনও আমাকে সমর্থন করছে না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটা খুবই দুঃখজনক এবং এটা এভাবে হওয়া উচিত নয়। তিনি বলেন, আমাদের নাগরিকদের ভালোর জন্য আসুন একসঙ্গে কাজ করি এবং সত্যিকার অর্থে আমেরিকাকে আবারও মহান করে তুলি।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ