ঢাকায় সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় বাড়ছে
Published: 5th, March 2025 GMT
রাজধানীর সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় বাড়ানোর নির্দেশনা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। দিনে টানা সাড়ে চার ঘণ্টা বন্ধ রাখতে আজ বুধবার এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র বলছে, ঢাকার যানজট কমাতে সিএনজি স্টেশন বন্ধ রাখার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্বালানি বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে প্রতিদিন বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ঢাকা মহানগরের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে হবে।
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর প্রথম আলোকে বলেন, এখনো লিখিত নির্দেশনা পাননি। তবে যানজট তৈরির মতো ভিড় সিএনজি স্টেশনে নেই। সব পক্ষ কার্যকর ব্যবস্থা নিলে এটি না করেও যানজট নিয়ন্ত্রণ করা যেত। এরপরও সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়িয়ে যদি যানজট কমে, তাঁরা এটিকে স্বাগত জানান।
গত ডিসেম্বরে জারি করা প্রজ্ঞাপনে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় কমানো হয়েছিল। এ হিসাবে গত জানুয়ারি থেকে এত দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনে তিন ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখা হতো। এর আগে গত ডিসেম্বর পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হতো।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//