শিগগিরই ঘরে আসছে নতুন অতিথি। তাই কিয়ারা আদভানির বাড়িতে বইছে আনন্দের বন্যা। অভিনেত্রীর এই সুসময়ে দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে অভিনেতা ও নির্মাতা ফারহান আখতারের। এর কারণ একটাই, এ নির্মাতার ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা।
মাতৃত্বের কারণেই এই বলিউড অভিনেত্রীর এমন সিদ্ধান্ত। ‘ডন থ্রি’ সিনেমার সবকিছু গুছিয়ে এনেও মূল অভিনেত্রীর এভাবে সরে যাওয়ায় খানিকটা বিপাকে পড়েছেন ফারহান। এই মুহূর্তে কী করবেন, কিয়ারার পরিবর্তে কাকে নিয়ে কাজ করবেন, তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে এ নির্মাতাকে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সাম্প্রতিক সময়ে একের পর এক সিনেমা হিট হওয়ায় বলিউডের ডাকসাইটে পরিচালক, প্রযোজকদের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন কিয়ারা আদভানি। সে কারণে পরিচালক ফারহান আখতারের তাঁর ‘ডন থ্রি’ সিনেমার মুখ্য অভিনেত্রীর চরিত্রের জন্য কিয়ারাকে নির্বাচন করেছিলেন। যে চরিত্রের জন্য বলিউডের আলোচিত অভিনেত্রীর অনেকে পরিচালকের দ্বারস্থ হয়েছিলেন, সেই চরিত্র হাতে পেয়েও অভিনয় করা হয়ে উঠছে না কিয়ারার। কারণ অন্তঃসত্ত্বার এই সময়টা অভিনেত্রী তাঁর পরিবারের সঙ্গেই কাটাতে চান।
তাঁর সিদ্ধান্ত নির্মাতারা সসম্মানের সঙ্গে মেনে নিলেও দুশ্চিন্তায় আছেন, নতুন নায়িকা নির্বাচন নিয়ে। এদিকে ‘টক্সিক’ ও ‘ওয়ার টু’ সিনেমার যে ক’টি দৃশ্যের শুটিং বাকি আছে, তা শেষ করেই অভিনয়ে বিরতি নেবেন বলে জানিয়েছেন কিয়ারা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক য় র আদভ ন
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে