শিগগিরই ঘরে আসছে নতুন অতিথি। তাই কিয়ারা আদভানির বাড়িতে বইছে আনন্দের বন্যা। অভিনেত্রীর এই সুসময়ে দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে অভিনেতা ও নির্মাতা ফারহান আখতারের। এর কারণ একটাই, এ নির্মাতার ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা।
মাতৃত্বের কারণেই এই বলিউড অভিনেত্রীর এমন সিদ্ধান্ত। ‘ডন থ্রি’ সিনেমার সবকিছু গুছিয়ে এনেও মূল অভিনেত্রীর এভাবে সরে যাওয়ায় খানিকটা বিপাকে পড়েছেন ফারহান। এই মুহূর্তে কী করবেন, কিয়ারার পরিবর্তে কাকে নিয়ে কাজ করবেন, তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে এ নির্মাতাকে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সাম্প্রতিক সময়ে একের পর এক সিনেমা হিট হওয়ায় বলিউডের ডাকসাইটে পরিচালক, প্রযোজকদের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন কিয়ারা আদভানি। সে কারণে পরিচালক ফারহান আখতারের তাঁর ‘ডন থ্রি’ সিনেমার মুখ্য অভিনেত্রীর চরিত্রের জন্য কিয়ারাকে নির্বাচন করেছিলেন। যে চরিত্রের জন্য বলিউডের আলোচিত অভিনেত্রীর অনেকে পরিচালকের দ্বারস্থ হয়েছিলেন, সেই চরিত্র হাতে পেয়েও অভিনয় করা হয়ে উঠছে না কিয়ারার। কারণ অন্তঃসত্ত্বার এই সময়টা অভিনেত্রী তাঁর পরিবারের সঙ্গেই কাটাতে চান।
তাঁর সিদ্ধান্ত নির্মাতারা সসম্মানের সঙ্গে মেনে নিলেও দুশ্চিন্তায় আছেন, নতুন নায়িকা নির্বাচন নিয়ে। এদিকে ‘টক্সিক’ ও ‘ওয়ার টু’ সিনেমার যে ক’টি দৃশ্যের শুটিং বাকি আছে, তা শেষ করেই অভিনয়ে বিরতি নেবেন বলে জানিয়েছেন কিয়ারা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক য় র আদভ ন
এছাড়াও পড়ুন:
দুই মিনিটের বিতর্কিত দৃশ্য দিয়ে আলোচনায়, পরে বলিউডকে বিদায় জানান সেই অভিনেত্রী
বলিউডের ইতিহাসে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁরা শূন্য থেকে শুরু করে রাতারাতি পরিচিতি পেয়েছেন; পরে আবার হঠাৎই হারিয়ে গেছেন। কিমি কাতকার তেমনই একজন। ১৯৮০-এর দশকে বলিউডে তিনি ছিলেন আলোচিত ও সাহসী অভিনেত্রীদের একজন।
কিমির উত্থান
আশির দশকটি বলিউডে সৃজনশীল ও পরিবর্তনের সময় ছিল, যেখানে অনেক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী তাঁদের ছাপ ফেলেছেন। কিমি ছিলেন সেই সময়ের অন্যতম উদীয়মান নায়িকা। পর্দায় সাহসী দৃশ্যের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান। যদিও তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার ছিল খুবই সংক্ষিপ্ত; কিন্তু এর মধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দেন।
মুম্বাইতে জন্ম নেওয়া কিমি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে, পরে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। ১৯৮৫ সালে ‘অ্যাডভেঞ্চার অব টারজান’ দিয়ে আলোচিত হন তিনি। সিনেমার সাফল্য তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। হেমন্ত বীরজের সঙ্গে জুটি বেঁধে তিনি দর্শকদের মন মাতিয়ে দেন। তবে এ ছবিতেই একটি নগ্ন দৃশ্যে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন। দৃশ্যটি নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘সেই সময় আমি জানতাম না এই দৃশ্য কতটা বিতর্কিত হবে। কিন্তু অভিনয় আমার জন্য সব সময় ছিল সত্যিই একটি চ্যালেঞ্জ।’ এরপর ১৯৮০-এর দশকের শেষের দিকে অমিতাভ বচ্চন, অনিল কাপুর, গোবিন্দ ও আদিত্য পঞ্চোলির সঙ্গেও সিনেমা করেন তিনি। তাঁর নাচ ও অভিনয়ের দক্ষতা দর্শকদের কাছে তাঁকে প্রিয় করে তোলে।
‘অ্যাডভেঞ্চার অব টারজান’-এ কিমি কাতকার। আইএমডিবি