উদ্যোক্তা থেকে যেভাবে দেশের প্রথম সফল নারী অ্যাগ্রো–ইনফ্লুয়েন্সার হলেন পপি
Published: 8th, March 2025 GMT
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েই আবু সাঈদ আল সাগরের সঙ্গে লালমনিরহাটের উম্মে কুলসুম পপির পরিচয়। ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগে পড়তেন পপি আর সাগর ছিলেন পরিসংখ্যানের ছাত্র। কয়েক বন্ধু মিলে ‘ক্রিয়েটিভ সোসাইটি’ নামে একটা সংগঠন গড়ে তুলেছিলেন সাগর। উপস্থাপনা শেখার পাশাপাশি সেখানে গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিংয়ের কাজ শিখতেন তাঁরা। পপিও সেখানে যোগ দিলেন। এই প্ল্যাটফর্মই পরে ২০১৬ সালে ‘বিডি অ্যাসিস্ট্যান্ট লিমিটেড’ নামে একটি ব্যবসায়িক উদ্যোগে রূপ বদল করে। মাঝপথে পড়াশোনা থেমে গেছে, এমন তরুণদের ইলেকট্রনিক যন্ত্রপাতি সারাইয়ের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হলো। ফেসবুক পেজের মাধ্যমে কাজের অর্ডার নেওয়া হতো। এই তরুণেরা দিতেন হোম সার্ভিস।
ক্যাম্পাসের বাইরে অফিস নেওয়া হলো। এ সময় তাঁদের একটি বিজনেস আইডিয়া পুরস্কার পেল। মুম্বাই যাওয়ার সুযোগ তৈরি হলো। কিন্তু বাড়ি থেকে পপিকে যেতে দিল না। একাই গেলেন সাগর। একসময় পপি ও সাগরের মনে হলো, তাঁদের দুজনের ভাবনা ও স্বপ্নের ঠিকানা যেহেতু কাছাকাছি, তাই সম্পর্কটাকে পাকাপাকি করা দরকার। বিয়ের পিঁড়িতে বসলেন তাঁরা। এবার আর কোথাও যেতে বাধা নেই।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েই আবু সাঈদ আল সাগরের সঙ্গে উম্মে কুলসুম পপির পরিচয়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড