কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্সে রায়ো ভায়োকানোর বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও পুরো ম্যাচে ভায়োকানো দারুণ লড়াই করেছে, তবে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে প্রথমার্ধেই রিয়ালের হয়ে জাল কাঁপান এমবাপ্পে ও ভিনিসিয়াস। ভায়োকানোর একমাত্র গোলটি আসে পেদ্রো দিয়াসের পা থেকে। এই জয়ের মাধ্যমে ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। তবে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। অন্যদিকে, ৩৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ভায়োকানো।

ম্যাচের শুরুতে রিয়াল বল দখলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে পাল্টে যায় চিত্র। আক্রমণে ধার বাড়িয়ে দেয় ভায়োকানো এবং গোলে শট নেওয়ার দিক থেকেও তারা ছিল এগিয়ে। তবে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা।

৩০তম মিনিটে ডি-বক্সে ঢুকে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর লুকা মদ্রিচের পাস থেকে বল পেয়ে একক নৈপুণ্যে দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়াস। ডি-বক্সে প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান তারকা।

প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক গোল করে ব্যবধান কমান পেদ্রো দিয়াস। তার বুলেট গতির শট ক্রসবারে লেগে গোললাইনের ভেতর ঢুকে পড়ে, পরে ভিএআরের সাহায্যে গোল নিশ্চিত করেন রেফারি।

এর আগে দিনের অন্য ম্যাচে শীর্ষে ওঠার সুযোগ হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ। গেটাফের মাঠে হেরে গিয়ে তারা ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এমব প প

এছাড়াও পড়ুন:

জিমেইলে পাসকি ব্যবহার করবেন যেভাবে

পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে অনেকেই জিমেইলে প্রবেশ করতে পারেন না। এ কারণে নিয়মিত কাজে ব্যাঘাত ঘটার পাশাপাশি বিভিন্ন ধরনের জটিলতার মুখোমুখি হন অনেকে। তবে চাইলেই জিমেইলের ‘পাসকি’ সুবিধা কাজে লাগিয়ে এ সমস্যার সমাধান করা সম্ভব।

পাসকি ব্যবহার করলে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই। আর তাই ব্যবহারকারীরা আঙুলের ছাপ, মুখের ছবি বা স্মার্টফোনের স্ক্রিন লক ব্যবহার করে সহজে ও নিরাপদে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। পাসকি হলো একধরনের ডিজিটাল অথেনটিকেশন ব্যবস্থা, যা পাসওয়ার্ডের তুলনায় অনেক বেশি সুরক্ষিত। পাসওয়ার্ডের মতো এটি লেখা বা শেয়ার করা যায় না, ফিশিং আক্রমণে চুরি করা সম্ভব নয় এবং তথ্য ফাঁসের ঝুঁকিও থাকে না। ফলে ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকে। জিমেইলে পাসকি সুবিধা চালুর পদ্ধতি জেনে নেওয়া যাক।

জিমেইলে পাসকি সুবিধা চালুর জন্য গুগল অ্যাকাউন্টে সাইন ইন থাকা অবস্থায় অ্যাকাউন্টের পাসকি সাইন ইন পেজে প্রবেশ করতে হবে। এরপর নিরাপত্তা যাচাইয়ের জন্য বর্তমান পাসওয়ার্ড লিখে ‘ক্রিয়েট আ পাসকি’ অপশনে আঙুলের ছাপ বা মুখের ছবি যুক্ত করতে হবে। এবার প্রদর্শিত উইন্ডোতে ‘কনটিনিউ’ ক্লিক করার পর ব্রাউজার পাসকি ব্যবহারের অনুমতি চাইলে ‘অ্যালাউ’ নির্বাচন করতে হবে। পাসকি চালু হলে গুগলের যেকোনো সাইন ইন পেজে ই–মেইল ঠিকানা লেখার পর পাসওয়ার্ড টাইপ করার পরিবর্তে আঙুলের ছাপ বা মুখের ছবি দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

আরও পড়ুনজিমেইলের এই পাঁচ সুবিধার কথা জানেন তো০২ জুলাই ২০২৪

প্রসঙ্গত, পাসকিতে ‘পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি’ নামের প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে হ্যাকারদের পক্ষে ব্যবহারকারীদের কোনো তথ্য চুরি করা সম্ভব হয় না।

সম্পর্কিত নিবন্ধ