আহমেদ শায়ান এফ রহমানের যুক্তরাজ্যে থাকা ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। শায়ান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে। একই আদালত সালমান এফ রহমানের ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের যুক্তরাজ্যে থাকা দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন।

এ ছাড়া শায়ান এফ রহমান ও আহমেদ শাহরিয়ার রহমানের নামে যুক্তরাজ্যে থাকা একটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.

জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।

একই আদালত সালমান এফ রহমান, তাঁর স্ত্রী সৈয়দ রুবাবা রহমান, ছেলে আহমেদ শায়ান এফ রহমান, ভাই আহমেদ সোহাইল ফসিহুর রহমান, ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

দুদকের পক্ষ থেকে আজ আদালতকে লিখিতভাবে জানানো হয়, সালমান এফ রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সালমান এফ রহমান ও তাঁর পরিবারের সদস্য ও সহযোগীদের নামে থাকা ৩৭২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

আরও পড়ুনসালমান এফ রহমান, তাঁর স্ত্রী, ছেলে আর ভাইয়ের ১৬ ব্যাংক হিসাবে যত টাকার লেনদেন২৪ ফেব্রুয়ারি ২০২৫

আদালতের আদেশে গত ১৩ জানুয়ারি সালমান এফ রহমান, তাঁর পরিবারের সদস্য ও সহযোগীদের নামে থাকা ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ক্রোক করা এসব সম্পদের বেশির ভাগই রয়েছে ঢাকার দোহারে।

আরও পড়ুনসালমান পরিবারের ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক২৩ জানুয়ারি ২০২৫আরও পড়ুনসালমান এফ রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধ২৪ ফেব্রুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র পর ব র র সদস য ন এফ রহম ন র ন এফ রহম ন ও র রহম ন অবর দ ধ আহম দ শ

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ