পুতিন এবার ট্রাম্পকে লেনিন পদক দেবেন!
Published: 10th, March 2025 GMT
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অশুভ আঁতাত দীর্ঘদিন ধরেই ব্যাপক জল্পনার বিষয়। কেজিবির সাবেক কর্মকর্তারা দাবি করেছেন, ১৯৮৭ সালে মস্কো ট্রাম্পকে নিয়োগ দিয়েছিল এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার আগের বছরগুলোতে তাদের একটি সম্পদ হিসাবে ট্রাম্পকে লালনপালন করা হয়েছিল।
দুজন অবসরপ্রাপ্ত রাশিয়ান গুপ্তচর গত মাসে আবারও বলেছেন, তখন ৪০ বছর বয়সী ট্রাম্পের সাংকেতিক নাম ছিল ‘ক্রাসনভ’। তখন থেকেই ট্রাম্প গোপনে পুতিনের সুরে তাল মিলিয়ে নাচছেন।
এসব অভিযোগের কোনোটিই প্রমাণিত হয়নি এবং সবকিছুই অস্বীকার করা হয়েছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬-এর সাবেক প্রধানকে নিয়ে গঠিত কথিত কমিটি, এফবিআইয়ের মুলার রিপোর্ট এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা—সবাই একমত হন যে ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের পক্ষে ভোট আনার জন্য রাশিয়ার দিক থেকে ‘বেশ কিছু পদ্ধতিগত’ প্রচেষ্টা ছিল।
তখন প্রেসিডেন্ট প্রার্থী পুতিনকে ‘শক্তিশালী নেতা’ হিসেবে প্রশংসা করেছিলেন এবং দাবি করেছিলেন পুতিনের সঙ্গে তাঁর কখনো দেখা হয়নি। যদিও তার আগে তিনি বলেছিলেন, দেখা হয়েছিল।
আরও পড়ুনইউক্রেন যুদ্ধে শেষ পর্যন্ত পুতিনই জিততে চলেছেন... ০৯ মার্চ ২০২৫
ট্রাম্প এখন আরও সরব। ১২ ফেব্রুয়ারি দুজনের মধ্যকার ফোনালাপের স্থায়িত্ব ছিল ৯০ মিনিট। এবং সেই ফোনালাপে বিশ্বটাই বদলে গেছে।
ট্রাম্পকে কী বলেছেন পুতিন? নিশ্চয়ই কোনো প্ররোচনা এসেছে। এর পর থেকে ট্রাম্প নিজে ক্রেমলিনের স্বৈরশাসককে সন্তুষ্ট করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। ইউক্রেনকে মার্কিন সামরিক ও গোয়েন্দা সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করেছেন। রাশিয়ার অন্যায্য শর্তে একটি ‘শান্তিচুক্তি’ করার দাবি জানিয়েছেন।
ট্রাম্পের এই আত্মবিক্রি ইউরোপ এবং চীন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় পশ্চিমা স্বার্থের ওপর বিশাল নেতিবাচক প্রভাব ফেলছে।
ট্রাম্প যদি রশিয়ার কলের পুতুলই না হবেন, তাহলে এই যে তাঁর এত বড় ভোল পাল্টানো, সেটার ব্যাখ্যা কী? অজুহাত দিতে যারা সিদ্ধহস্ত, তাদের অজুহাতের অন্ত নেই। কেউ কেউ অজুহাত দিচ্ছেন, ইউক্রেন আমেরিকান সমস্যা নয়। এর থেকে অসার যুক্তি আর কী হতে পারে!
পুতিন এখন বলেছেন যে যুক্তরাষ্ট্র তাদের একটি অংশীদারের মতো। যে দেশটি এখন এমন লোকেরা পরিচালনা করছেন, যাদের ‘প্রায়োগিক ও বাস্তববাদী বিশ্ব দৃষ্টিভঙ্গি’ রয়েছে এবং পূর্বসূরিদের তথাকথিত ‘নিয়মভিত্তিক বিশ্ব’ ও ‘ত্রাতাবাদী’ ক্লিশে মতাদর্শ পরিত্যাগ করেছে।একটা সার্বভৌম গণতান্ত্রিক দেশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় সামরিক আগ্রাসন হলে সেটা সব স্বাধীন দেশের জন্যই সমস্যা। অন্যরা যুক্তি দিচ্ছেন, যুক্তরাষ্ট্রকে ইউরোপের যুদ্ধে লড়াই করতে হবে না। নিজের স্বার্থেই মানুষ অন্য মানুষের ভূখণ্ডে গিয়ে যুদ্ধ করে। এটা সব সময় হয়ে আসছে।
সমর্থকেরা বলছেন, ট্রাম্প হলেন একজন পাকা চুক্তি প্রণেতা ও শান্তি স্থাপনকারী। এর চেয়ে বিরক্তিকর যুক্তি আর কী হতে পারে! তিনি এরই মধ্যে শূন্য লাভের বিনিময়ে গুরুত্বপূর্ণ ইউক্রেনকে পুতিনের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। আফগানিস্তান ও উত্তর কোরিয়ার ক্ষেত্রে তাঁর ব্যর্থতার কথা মনে করে দেখুন তো।
ভক্তরা দবি করেন, ট্রাম্প খুব চতুরতার সঙ্গে রাশিয়া-চীন সম্পর্কে বিপত্তি তৈরি করে ‘নিক্সনের বিপরীত’ কৌশলটা প্রয়োগ করছেন। (১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সোভিয়েত ইউনিয়নকে ঠেকাতে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন।) কিন্তু বাস্তবতা হলো, মাত্র কয়েক দিন আগে, পুতিন ও সি চিন পিং রাশিয়া ও চীনের মধ্যকার জোটবদ্ধ সম্পর্ক যে অনন্য, সেটা আবারও নিশ্চিত করেছেন।
ওভাল অফিসে পুতিনের প্রতি যে উষ্ণ অনুভূতি, তার প্রকাশ ট্রাম্প ঘটিয়েছেন জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় বিশ্বাসঘাতকতা করে। অতীতে যখন কখনো কথা রাখেননি তাই পুতিন কেন শান্তিচুক্তিতে তাঁর কথা রাখবেন—এমন প্রশ্নের জবাবে ক্ষোভে ফেটে পড়েন ট্রাম্প। তিনি বলতে থাকেন, ‘তাঁরা আমাকে শ্রদ্ধা করে! আমাকে বলতে দিন। পুতিন আমার সঙ্গে যথেষ্ট নরকযন্ত্রণা ভোগ করেছেন। তিনি একটা ভুয়া ডাইনি শিকারের মধ্য দিয়ে গেছেন…।’
আরও পড়ুনপুতিনকে ঠেকানোর মোক্ষম অস্ত্রটা ইউরোপের হাতেই আছে১৩ ঘণ্টা আগেট্রাম্প এখানে রাশিয়ার সঙ্গে যোগসূত্র নিয়ে অতীতে যে তদন্ত হয়েছিল, সেই প্রসঙ্গে এটা বলেছেন। এটা পরিষ্কার যে ট্রাম্প মনে করেন পুতিনকে অযথাই যুদ্ধাপরাধী ও গণহত্যাকারী বলে অভিযুক্ত করা হচ্ছে। পুতিন কেবল রোল মডেল হিসেবে নয়, ব্যক্তিগত বন্ধু এবং রাজনৈতিক নিপীড়নের শিকার একজন সহকর্মী বলে মনে করছেন।
এ ঘটনা থেকে নানা ক্রিয়া-প্রতিক্রিয়া অনেক দিকে গড়িয়েছে। এর কোনোটাই যুক্তরাজ্য ও ন্যাটোর জন্য ভালো নয়। ইউক্রেনের আত্মসমর্পণ এখন যুক্তরাষ্ট্র-রাশিয়ার যৌথ যুদ্ধ লক্ষ্য। জেলেনস্কিকে ট্রাম্প হুমকি-ধমকি দিচ্ছেন এবং কোনো ধরনের নিরাপত্তার নিশ্চয়তা ছাড়াই ইউরোপকে একটি চুক্তির মাধ্যমে পদদলিত করার চেষ্টা করে চলেছেন।
রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা শিথিল করার বা পুরোপুরি তুলে নেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প। তিনি এরই মধ্যে সাইবার অপারেশনের মাধ্যমে রাশিয়ার ‘ছায়াযু্দ্ধ’ মোকাবিলার জন্য ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সহযোগিতা, সেটা স্থগিত করেছেন।
ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে কি না, সে বিষয়ে জার্মানি ও ফ্রান্স সঠিক প্রশ্নটাই করেছে। এই সংকটে জোটটি আর না–ও টিকতে পারে। সম্ভাব্য সেতুবন্ধের ভূমিকা নিতে যাওয়া কিয়ার স্টারমারের অবস্থানের ক্ষেত্রে দৃঢ়তার ঘাটতি আছে। পোল্যান্ড ও বাল্টিক দেশগুলো বোধগম্যভাবেই ভয় পাচ্ছে যে তারাই রাশিয়ার পরবর্তী লক্ষ্যবস্তু।
ট্রাম্পের এই আত্মসমর্পণের সুযোগে রাশিয়া যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে, আরও বেশি ভূমি দখলে নিচ্ছে এবং কিয়েভের ওপর আরও চাপ তৈরি করছে।
পুতিন এখন বলেছেন যে যুক্তরাষ্ট্র তাদের একটি অংশীদারের মতো। যে দেশটি এখন এমন লোকেরা পরিচালনা করছেন, যাদের ‘প্রায়োগিক ও বাস্তববাদী বিশ্ব দৃষ্টিভঙ্গি’ রয়েছে এবং পূর্বসূরিদের তথাকথিত ‘নিয়মভিত্তিক বিশ্ব’ ও ‘ত্রাতাবাদী’ ক্লিশে মতাদর্শ পরিত্যাগ করেছে।
ট্রাম্প হয়তো নোবেল শান্তি পুরস্কার পাবেন না, কিন্তু নিশ্চিত করেই তিনি অর্ডার অব লেনিন পুরস্কার পাবেন। ট্রাম্প হচ্ছেন পুতিনের পোষ্য।
সাইমন টিসডাল, দ্য অবজারভার–এর পররাষ্ট্রবিষয়ক ভাষ্যকার
দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষিপ্তাকারে অনূদিত
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউক র ন বল ছ ন র জন য কর ছ ন করছ ন ইউর প
এছাড়াও পড়ুন:
সোনার টয়লেট ‘আমেরিকা’ নিলামে উঠছে, সর্বনিম্ন দর কত জানেন
নিলামঘর সদবিস গতকাল শুক্রবার ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের তৈরি সম্পূর্ণ সোনার টয়লেটটি নিলামে তোলার কথা ঘোষণা করেছে। এ ভাস্কর্যটির নাম ‘আমেরিকা’।
সদবিস জানিয়েছে, এ শিল্পকর্ম এটাই দেখাতে চায়, কখনো কখনো শিল্পের ‘মূল্য’ আর তার বাজারে বিক্রির ‘মূল্য’ এক নয়। এটি শুধু শিল্পকর্মই নয়, একটি পুরোপুরি ব্যবহারযোগ্য টয়লেটও। এ টয়লেটেরই অনুরূপ একটি সংস্করণ ২০১৯ সালে ইংল্যান্ডের বিখ্যাত ব্লেনহাইম প্রাসাদ থেকে চুরি হয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে।
১৮ নভেম্বর নিউইয়র্কে এ নিলাম অনুষ্ঠিত হবে। টয়লেটটির সর্বনিম্ন দর ধরা হয়েছে এর সোনার বর্তমান বাজারমূল্য অনুযায়ী। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ১০১ দশমিক ২ কিলোগ্রাম (২২৩ পাউন্ড) খাঁটি সোনা, যার দাম এখন প্রায় ১০ মিলিয়ন (১ কোটি) মার্কিন ডলার (প্রায় ১২২ কোটি টাকা)।
সদবিসের নিউইয়র্ক শাখার সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন বলেন, ক্যাটেলান হচ্ছেন এমন একজন শিল্পী, যিনি তাঁর কাজের মাধ্যমে সবাইকে ভাবাতে ও চমক দিতে পছন্দ করেন।
ক্যাটেলান শুধু বিতর্ক সৃষ্টিকারীই নন; বরং অত্যন্ত সফল শিল্পী। তাঁর আরেকটি কাজ, ‘কমেডিয়ান’। অর্থাৎ দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা। গত বছর নিউইয়র্কের এক নিলামে ৬২ লাখ ডলারে বিক্রি হয়েছিল শিল্পকর্মটি।
‘আমেরিকা’র দুটি সংস্করণ ২০১৬ সালে তৈরি করা হয়েছিল। যেটি এবার নিলামে উঠছে, সেটি ২০১৭ সাল থেকে এক অজ্ঞাত সংগ্রাহকের কাছে রয়েছে। অন্য সংস্করণটি ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘরের একটি বাথরুমে প্রদর্শনের জন্য স্থাপন করা হয়। সেখানে ১ লাখের বেশি দর্শক সার বেঁধে এসেছিলেন।এর আগে ২০১৬ সালে ক্রিস্টিস নিলামে ক্যাটেলানের আরেকটি ভাস্কর্য ‘হিম’ ১ কোটি ৭২ লাখ ডলারে বিক্রি হয়। ভাস্কর্যটিতে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে হাঁটু গেড়ে প্রার্থনার ভঙ্গিতে দেখা যায়।
ক্যাটেলান নিজেই বলেছেন, তাঁর ‘আমেরিকা’ ভাস্কর্যটি অতিরিক্ত সম্পদ ও বিলাসিতাকে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছে। তিনি একবার বলেছিলেন, ‘তুমি ২০০ ডলারের দুপুরের খাবার খাও বা ২ ডলারের হটডগ, শেষ ফলাফল টয়লেটে গিয়ে একই হয়।’
‘আমেরিকা’র দুটি সংস্করণ ২০১৬ সালে তৈরি করা হয়েছিল। যেটি এবার নিলামে উঠছে, সেটি ২০১৭ সাল থেকে এক অজ্ঞাত সংগ্রাহকের কাছে রয়েছে। অন্য সংস্করণটি ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘরের একটি বাথরুমে প্রদর্শনের জন্য স্থাপন করা হয়। সেখানে ১ লাখের বেশি দর্শক সার বেঁধে এসেছিলেন।
মরিজিও ক্যাটেলান হচ্ছেন এমন একজন শিল্পী, যিনি তাঁর কাজের মাধ্যমে সবাইকে ভাবাতে ও চমক দিতে পছন্দ করেন।ডেভিড গ্যালপারিন, সদবিস-এর নিউইয়র্ক শাখার সমসাময়িক শিল্প বিভাগের প্রধানওই সময় গুগেনহাইম ভাস্কর্যটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর প্রথম দফায় ক্ষমতায় থাকাকালে ধার দেওয়ার প্রস্তাব দেয়। কারণ তিনি জাদুঘর থেকে একটি ভ্যান গঘ চিত্রকর্ম ধার নিতে চেয়েছিলেন।
২০১৯ সালে ‘আমেরিকা’ প্রদর্শিত হয় উইনস্টন চার্চিলের জন্মস্থান হিসেবে বিখ্যাত ব্লেনহাইম প্রাসাদে। কিন্তু প্রদর্শনীর কয়েক দিনের মধ্যেই একদল চোর ভবনে ঢুকে সেটি পাইপলাইন থেকে খুলে নিয়ে পালিয়ে যায়।
চলতি বছরের শুরুতে দুই ব্যক্তিকে ওই চুরির দায়ে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সোনার টয়লেটটি আজও উদ্ধার করা যায়নি। তদন্তকারীরা ধারণা করছেন, এটি সম্ভবত ভেঙে গলিয়ে ফেলা হয়েছে।
গ্যালপারিন বলেন, তিনি অনুমান করতে চান না ‘আমেরিকা’ শেষ পর্যন্ত কত দামে বিক্রি হতে পারে। তবে তাঁর ভাষায়, ক্যাটেলানের ‘ডাকটেপে আটকানো কলা’ শিল্পকর্মটি যেমন ‘অমূল্য ধারণা থেকে মূল্য তৈরি করা’ নিয়ে প্রশ্ন তুলেছিল, ‘আমেরিকা’ ঠিক তার উল্টো। এখানে মূল উপকরণটিই (সোনা) অত্যন্ত মূল্যবান, যা বেশির ভাগ শিল্পকর্মে থাকে না।
ক্যাটেলান বলেছেন, তাঁর ‘আমেরিকা’ ভাস্কর্যটি অতিরিক্ত সম্পদ ও বিলাসিতাকে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছে। তিনি একবার বলেছিলেন, ‘তুমি ২০০ ডলারের দুপুরের খাবার খাও বা ২ ডলারের হটডগ, শেষ ফলাফল টয়লেটে গিয়ে একই হয়।’‘আমেরিকা’ প্রদর্শিত হবে সদবিসের নতুন নিউইয়র্ক কার্যালয় ব্রয়্যার বিল্ডিংয়ে, ৮ নভেম্বর নিলাম শুরু হওয়ার আগপর্যন্ত। এটি একটি বাথরুমে স্থাপন করা হবে, যা দর্শকেরা কাছ থেকে দেখতে পাবেন।
তবে গুগেনহাইম ও ব্লেনহাইম প্রাসাদের মতো এবার দর্শকদের টয়লেটটি ব্যবহার করার সুযোগ থাকবে না। তাঁরা শুধু দেখতে পারবেন, কিন্তু ফ্লাশ করতে পারবেন না।
আরও পড়ুনসোনার আস্ত একটি কমোড চুরি করেছিলেন তিনি০৩ এপ্রিল ২০২৪