পুতিন এবার ট্রাম্পকে লেনিন পদক দেবেন!
Published: 10th, March 2025 GMT
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অশুভ আঁতাত দীর্ঘদিন ধরেই ব্যাপক জল্পনার বিষয়। কেজিবির সাবেক কর্মকর্তারা দাবি করেছেন, ১৯৮৭ সালে মস্কো ট্রাম্পকে নিয়োগ দিয়েছিল এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার আগের বছরগুলোতে তাদের একটি সম্পদ হিসাবে ট্রাম্পকে লালনপালন করা হয়েছিল।
দুজন অবসরপ্রাপ্ত রাশিয়ান গুপ্তচর গত মাসে আবারও বলেছেন, তখন ৪০ বছর বয়সী ট্রাম্পের সাংকেতিক নাম ছিল ‘ক্রাসনভ’। তখন থেকেই ট্রাম্প গোপনে পুতিনের সুরে তাল মিলিয়ে নাচছেন।
এসব অভিযোগের কোনোটিই প্রমাণিত হয়নি এবং সবকিছুই অস্বীকার করা হয়েছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬-এর সাবেক প্রধানকে নিয়ে গঠিত কথিত কমিটি, এফবিআইয়ের মুলার রিপোর্ট এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা—সবাই একমত হন যে ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের পক্ষে ভোট আনার জন্য রাশিয়ার দিক থেকে ‘বেশ কিছু পদ্ধতিগত’ প্রচেষ্টা ছিল।
তখন প্রেসিডেন্ট প্রার্থী পুতিনকে ‘শক্তিশালী নেতা’ হিসেবে প্রশংসা করেছিলেন এবং দাবি করেছিলেন পুতিনের সঙ্গে তাঁর কখনো দেখা হয়নি। যদিও তার আগে তিনি বলেছিলেন, দেখা হয়েছিল।
আরও পড়ুনইউক্রেন যুদ্ধে শেষ পর্যন্ত পুতিনই জিততে চলেছেন... ০৯ মার্চ ২০২৫
ট্রাম্প এখন আরও সরব। ১২ ফেব্রুয়ারি দুজনের মধ্যকার ফোনালাপের স্থায়িত্ব ছিল ৯০ মিনিট। এবং সেই ফোনালাপে বিশ্বটাই বদলে গেছে।
ট্রাম্পকে কী বলেছেন পুতিন? নিশ্চয়ই কোনো প্ররোচনা এসেছে। এর পর থেকে ট্রাম্প নিজে ক্রেমলিনের স্বৈরশাসককে সন্তুষ্ট করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। ইউক্রেনকে মার্কিন সামরিক ও গোয়েন্দা সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করেছেন। রাশিয়ার অন্যায্য শর্তে একটি ‘শান্তিচুক্তি’ করার দাবি জানিয়েছেন।
ট্রাম্পের এই আত্মবিক্রি ইউরোপ এবং চীন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় পশ্চিমা স্বার্থের ওপর বিশাল নেতিবাচক প্রভাব ফেলছে।
ট্রাম্প যদি রশিয়ার কলের পুতুলই না হবেন, তাহলে এই যে তাঁর এত বড় ভোল পাল্টানো, সেটার ব্যাখ্যা কী? অজুহাত দিতে যারা সিদ্ধহস্ত, তাদের অজুহাতের অন্ত নেই। কেউ কেউ অজুহাত দিচ্ছেন, ইউক্রেন আমেরিকান সমস্যা নয়। এর থেকে অসার যুক্তি আর কী হতে পারে!
পুতিন এখন বলেছেন যে যুক্তরাষ্ট্র তাদের একটি অংশীদারের মতো। যে দেশটি এখন এমন লোকেরা পরিচালনা করছেন, যাদের ‘প্রায়োগিক ও বাস্তববাদী বিশ্ব দৃষ্টিভঙ্গি’ রয়েছে এবং পূর্বসূরিদের তথাকথিত ‘নিয়মভিত্তিক বিশ্ব’ ও ‘ত্রাতাবাদী’ ক্লিশে মতাদর্শ পরিত্যাগ করেছে।একটা সার্বভৌম গণতান্ত্রিক দেশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় সামরিক আগ্রাসন হলে সেটা সব স্বাধীন দেশের জন্যই সমস্যা। অন্যরা যুক্তি দিচ্ছেন, যুক্তরাষ্ট্রকে ইউরোপের যুদ্ধে লড়াই করতে হবে না। নিজের স্বার্থেই মানুষ অন্য মানুষের ভূখণ্ডে গিয়ে যুদ্ধ করে। এটা সব সময় হয়ে আসছে।
সমর্থকেরা বলছেন, ট্রাম্প হলেন একজন পাকা চুক্তি প্রণেতা ও শান্তি স্থাপনকারী। এর চেয়ে বিরক্তিকর যুক্তি আর কী হতে পারে! তিনি এরই মধ্যে শূন্য লাভের বিনিময়ে গুরুত্বপূর্ণ ইউক্রেনকে পুতিনের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। আফগানিস্তান ও উত্তর কোরিয়ার ক্ষেত্রে তাঁর ব্যর্থতার কথা মনে করে দেখুন তো।
ভক্তরা দবি করেন, ট্রাম্প খুব চতুরতার সঙ্গে রাশিয়া-চীন সম্পর্কে বিপত্তি তৈরি করে ‘নিক্সনের বিপরীত’ কৌশলটা প্রয়োগ করছেন। (১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সোভিয়েত ইউনিয়নকে ঠেকাতে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন।) কিন্তু বাস্তবতা হলো, মাত্র কয়েক দিন আগে, পুতিন ও সি চিন পিং রাশিয়া ও চীনের মধ্যকার জোটবদ্ধ সম্পর্ক যে অনন্য, সেটা আবারও নিশ্চিত করেছেন।
ওভাল অফিসে পুতিনের প্রতি যে উষ্ণ অনুভূতি, তার প্রকাশ ট্রাম্প ঘটিয়েছেন জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় বিশ্বাসঘাতকতা করে। অতীতে যখন কখনো কথা রাখেননি তাই পুতিন কেন শান্তিচুক্তিতে তাঁর কথা রাখবেন—এমন প্রশ্নের জবাবে ক্ষোভে ফেটে পড়েন ট্রাম্প। তিনি বলতে থাকেন, ‘তাঁরা আমাকে শ্রদ্ধা করে! আমাকে বলতে দিন। পুতিন আমার সঙ্গে যথেষ্ট নরকযন্ত্রণা ভোগ করেছেন। তিনি একটা ভুয়া ডাইনি শিকারের মধ্য দিয়ে গেছেন…।’
আরও পড়ুনপুতিনকে ঠেকানোর মোক্ষম অস্ত্রটা ইউরোপের হাতেই আছে১৩ ঘণ্টা আগেট্রাম্প এখানে রাশিয়ার সঙ্গে যোগসূত্র নিয়ে অতীতে যে তদন্ত হয়েছিল, সেই প্রসঙ্গে এটা বলেছেন। এটা পরিষ্কার যে ট্রাম্প মনে করেন পুতিনকে অযথাই যুদ্ধাপরাধী ও গণহত্যাকারী বলে অভিযুক্ত করা হচ্ছে। পুতিন কেবল রোল মডেল হিসেবে নয়, ব্যক্তিগত বন্ধু এবং রাজনৈতিক নিপীড়নের শিকার একজন সহকর্মী বলে মনে করছেন।
এ ঘটনা থেকে নানা ক্রিয়া-প্রতিক্রিয়া অনেক দিকে গড়িয়েছে। এর কোনোটাই যুক্তরাজ্য ও ন্যাটোর জন্য ভালো নয়। ইউক্রেনের আত্মসমর্পণ এখন যুক্তরাষ্ট্র-রাশিয়ার যৌথ যুদ্ধ লক্ষ্য। জেলেনস্কিকে ট্রাম্প হুমকি-ধমকি দিচ্ছেন এবং কোনো ধরনের নিরাপত্তার নিশ্চয়তা ছাড়াই ইউরোপকে একটি চুক্তির মাধ্যমে পদদলিত করার চেষ্টা করে চলেছেন।
রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা শিথিল করার বা পুরোপুরি তুলে নেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প। তিনি এরই মধ্যে সাইবার অপারেশনের মাধ্যমে রাশিয়ার ‘ছায়াযু্দ্ধ’ মোকাবিলার জন্য ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সহযোগিতা, সেটা স্থগিত করেছেন।
ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে কি না, সে বিষয়ে জার্মানি ও ফ্রান্স সঠিক প্রশ্নটাই করেছে। এই সংকটে জোটটি আর না–ও টিকতে পারে। সম্ভাব্য সেতুবন্ধের ভূমিকা নিতে যাওয়া কিয়ার স্টারমারের অবস্থানের ক্ষেত্রে দৃঢ়তার ঘাটতি আছে। পোল্যান্ড ও বাল্টিক দেশগুলো বোধগম্যভাবেই ভয় পাচ্ছে যে তারাই রাশিয়ার পরবর্তী লক্ষ্যবস্তু।
ট্রাম্পের এই আত্মসমর্পণের সুযোগে রাশিয়া যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে, আরও বেশি ভূমি দখলে নিচ্ছে এবং কিয়েভের ওপর আরও চাপ তৈরি করছে।
পুতিন এখন বলেছেন যে যুক্তরাষ্ট্র তাদের একটি অংশীদারের মতো। যে দেশটি এখন এমন লোকেরা পরিচালনা করছেন, যাদের ‘প্রায়োগিক ও বাস্তববাদী বিশ্ব দৃষ্টিভঙ্গি’ রয়েছে এবং পূর্বসূরিদের তথাকথিত ‘নিয়মভিত্তিক বিশ্ব’ ও ‘ত্রাতাবাদী’ ক্লিশে মতাদর্শ পরিত্যাগ করেছে।
ট্রাম্প হয়তো নোবেল শান্তি পুরস্কার পাবেন না, কিন্তু নিশ্চিত করেই তিনি অর্ডার অব লেনিন পুরস্কার পাবেন। ট্রাম্প হচ্ছেন পুতিনের পোষ্য।
সাইমন টিসডাল, দ্য অবজারভার–এর পররাষ্ট্রবিষয়ক ভাষ্যকার
দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষিপ্তাকারে অনূদিত
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউক র ন বল ছ ন র জন য কর ছ ন করছ ন ইউর প
এছাড়াও পড়ুন:
প্রেসিডেন্ট হিসেবে তিনবার দায়িত্ব পালনের দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এরই মধ্যে তিনবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের ১০০ দিন পূর্তি উপলক্ষে মিশিগান অঙ্গরাজ্যে মঙ্গলবার আয়োজিত এক সমাবেশে তিনি এ দাবি করেন। তাঁর দাবি, ২০২০ সালের নির্বাচনেও তিনি জিতেছিলেন। এর আগেও একাধিকবার তিনি এই দাবি করেছেন।
সিএনএনের প্রতিবেদনে বলায়, ২০২০ সালের নির্বাচনে জয়ের মিথ্যা দাবি করে আসছেন ট্রাম্প। ওই নির্বাচনে তিনি ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু মঙ্গলবার মিশিগানের সমাবেশে ট্রাম্প জোর দিয়ে বলেন, বাইডেনের আমলেও তিনিই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার সমাবেশে কিছু সমর্থক ট্রাম্পকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। তখন ট্রাম্প বলেন, ‘আপনারা যদি ধরেন, আমরা আসলে এরই মধ্যে তিনবার দায়িত্ব পালন করেছি। মনে রাখবেন, আমি কিন্তু জয় পছন্দ করি। আমি সেই তিনটি জয়ই পছন্দ করি, যা আমরা নিঃসন্দেহে পেয়েছিলাম। তবে, শুধু মাঝের মেয়াদের ফলাফলটা আমি পছন্দ করি না।’
যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী কেউ দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। ট্রাম্প ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেন। পরে ২০২০ সালের নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন তিনি। তবে ওই নির্বাচনের বাইডেনের কাছে পরাজিত হন। পরে ২০২৪ সালের ৫ নভেম্বরের নির্বাচনে জয় পেয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেন ট্রাম্প।ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট বেশির ভাগ মার্কিন, অর্থনীতি ও অভিবাসন ইস্যুতে অসন্তোষ বাড়ছে
আরও পড়ুনট্রাম্পের প্রতি অসন্তুষ্ট বেশির ভাগ মার্কিন, অর্থনীতি ও অভিবাসন ইস্যুতে অসন্তোষ বাড়ছে১৩ ঘণ্টা আগেচলতি মেয়াদ শেষ হওয়ার পর কীভাবে তিনি আবার প্রেসিডেন্ট হতে পারেন, সে বিষয়ে ট্রাম্প গত মার্চ মাসে বলেছিলেন, ‘এটা করার কিছু উপায় আছে।’ মঙ্গলবারের বক্তৃতার শুরুতে ট্রাম্প ঠিকঠাকই বলেন, আমি মিশিগানে দুইবার জিতেছি। কিন্তু পরেই তিনি যুক্ত করেন, ‘আসলে আমরা তিনবার জিতেছি।’ ট্রাম্প মিশিগানে ২০১৬ ও ২০২৪ সালে নির্বাচনে জয় পেয়েছিলেন। ২০২০ সালে বাইডেনের কাছে মিশিগান অঙ্গরাজ্যে দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।
আরও পড়ুনট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পর থেকে যুক্তরাষ্ট্রের আয় কতটা বাড়ল১২ ঘণ্টা আগে