বরখাস্ত পুলিশ সুপার (এসপি) ফজলুল হকের (৪৫) বিরুদ্ধে পেশাগত কাজে বাধা প্রদান, মারপিট ও হুমকির অভিযোগে নাটোর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় এক সাংবাদিক। গতকাল মঙ্গলবার দুপুরে নাটোর আদালত চত্বরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে ব্যবস্থা নেওয়ার জন্য এ অভিযোগ করা হয়।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ অভিযোগ জমা দেওয়া হয়। ওই সাংবাদিকের নাম কাউছার হাবীব। তিনি ভয়েস অব এশিয়া ও দৈনিক প্রান্তজনের নাটোর প্রতিনিধি। অভিযুক্ত ফজলুল হক ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত (বরখাস্ত)।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, নিজের স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বরখাস্ত এসপি ফজলুল হক মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বেলা দুইটার দিকে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাঁকে কারাগারে নেওয়ার জন্য আদালতের বারান্দা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। এ সময় অভিযোগকারীসহ অন্য সাংবাদিকেরা তাঁর ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি সাংবাদিকদের দিকে তেড়ে যান এবং ছবি তুলতে বাধা দেন। তিনি সাংবাদিকদের ও তাঁদের ব্যবহৃত যন্ত্রপাতির ওপর কিলঘুষি মারতে থাকেন। চিৎকার করে সাংবাদিকদের গালিগালাজ ও ভয়ভীতি দেখাতে থাকেন তিনি। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্যরা এসে তাঁকে কারাগারে নিয়ে যান।

আরও পড়ুননাটোরে আদালতে ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা বরখাস্ত পুলিশ সুপারের১৯ ঘণ্টা আগে

অভিযোগকারী কাউছার হাবীব বলেন, গভীর রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তিনি অভিযোগটি জমা দিয়েছেন।

নাটোর সদর থানার ওসি বলেন, সাংবাদিকের লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বরখ স ত র ওপর

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ