ইউক্রেনের সাথে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি পুনরায় শুরু করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সাথে ইউক্রেন ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করছে বলে জানানোর পর ওয়াশিংটন বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে আট ঘন্টারও বেশি সময় ধরে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন প্রস্তাবটি রাশিয়ার কাছে নিয়ে যাবে এবং বলটি মস্কোর কোর্টে।

তিনি বলেছেন, “আমাদের আশা রাশিয়ানরা যত তাড়াতাড়ি সম্ভব ‘হ্যাঁ’ উত্তর দেবে, যাতে আমরা এর দ্বিতীয় পর্যায়ে যেতে পারি, যা প্রকৃত আলোচনা।”

রুবিও জানান, ওয়াশিংটন ‘যত তাড়াতাড়ি সম্ভব’ রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সাথেই একটি পূর্ণাঙ্গ চুক্তি চায়।

সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বাদানুবাদ হয়। এর জেরে ইউক্রেনের সাথে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর ইউক্রেন জানিয়েছে, শান্তি চুক্তির জন্য যা প্রয়োজন তার সবকিছু করতে প্রস্তুত আছে কিয়েভ।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন

এছাড়াও পড়ুন:

ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড

৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।

২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।

তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।

ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড

সম্পর্কিত নিবন্ধ