বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যর গ্রেট স্কলারশিপ, প্রতিটি বৃত্তি ১০ হাজার পাউন্ডের
Published: 13th, March 2025 GMT
যুক্তরাজ্যের সম্মানজনক একটি বৃত্তি গ্রেট স্কলারশিপ। এই বৃত্তির আওতায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন ও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথভাবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অনুদানে এই গ্রেট স্কলারশিপ দেওয়া হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২৫ সালের স্প্রিং সেমিস্টারে বাংলাদেশসহ ১৫টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর পড়ার সুযোগ পাবেন। প্রতিটি বৃত্তির জন্য ১০ হাজার পাউন্ড অনুদান দেওয়া হয়।
আরও পড়ুনবিদেশি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে আবেদনের প্রস্তুতি ও প্রক্রিয়া কেমন১৭ এপ্রিল ২০২৪যে যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা—অ্যাস্টন ইউনির্ভাসিটি
ক্র্যানফিল্ড ইউনির্ভাসিটি
কেল ইউনিভার্সিটি
লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি
লাভবার্গ ইউনির্ভাসিটি
রবার্ট গর্ডন ইউনির্ভাসিটি
ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার
উলস্টার ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি অব এক্সেইটার
ইউনিভার্সিটি অব প্ল্যামাউথ
ইউনিভার্সিটি অব সারে।
যুক্তরাজ্যের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের ইংরেজি ভাষায় দক্ষতাসহ নানা যোগ্যতা থাকতে হবে গ্রেট স্কলারশিপের আবেদনের জন্য.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন র ভ স ট ইউন ভ র স ট র জন য
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।