চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের এক উপপরিদর্শককে হুমকি দিয়ে সংগঠন থেকে বহিষ্কার হয়েছেন ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজা। সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির ওই ভিডিও ভাইরাল হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় এ হুমকির ঘটনায় পুলিশ শাওনকে আটক করে থানায় নিয়ে গেছে।

গতকাল বুধবার তাঁকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী। তিনি জানান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওনকে সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মী বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা রয়েছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এ তথ্য জানিছেন।

ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা যায়, শাওনকে পুলিশের এক এসআই একটি অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে বলেন। এ সময় কাবী দাম্ভিকতার সঙ্গে এসআইকে বলেন, ‘আমি যাব না; আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে। আমি মনজিল ভাইয়ের শ্যালক, আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট।’ শাওন যার কথা ‍উল্লেখ করেছেন, সেই মনজিল ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

থানায় অভিযোগ দেওয়া নুরে আলম বলেন, ‘আমরা প্রাইভেটকারে লক্ষ্মীপুরের রায়পুর থেকে মঙ্গলবার সন্ধ্যায় ফরিদগঞ্জে বেড়াতে যাচ্ছিলাম। বর্ডার নামক স্থানে আমাদের গাড়ির সামনে থাকা লরিকে ওভারটেকের চেষ্টা করলে ডানপাশে সামনে থেকে আরেকটি গাড়ি আসতে দেখি। এ জন্য আমাদের গাড়ি এগোতে পারছিল না। এতে পেছনে থাকা মোটরসাইকেল পড়ে যায়। এ বিষয়ে আমরা অবগত ছিলাম না। পরে গৃদকালিন্দিয়ার জোড়কবর নামক স্থানে বাইক আরোহীরা আমাদের গাড়ির গতিরোধ করেন।’ তিনি বলেন, ‘এক পর্যায়ে তৃতীয় পক্ষ হিসেবে শাওন ঘটনাস্থলে এসে বাগ্‌বিতণ্ডায় জড়ান। তিনি আমাদের হেনস্তা করেন। বাধ্য হয়ে আমরা বিষয়টি পুলিশকে জানাই। এর প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে এলে শাওন দাম্ভিকতার সঙ্গে কথা বলেন।’

হেনস্তার শিকার চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র দাশ বলেন, ‘বর্ডার নামক স্থানে প্রাইভেটকারের পেছনে মোটরসাইকেল থেকে পড়ে দুজন আহত হন। পরে কয়েক যুবক তাদের জিম্মি করলে তারা পুলিশের কাছে অভিযোগ করেন। এর ভিত্তিতেই আমরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাওন আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাকে থানায় আসতে বললে তিনি ওসিকে আসতে বলেন। পরে আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি।’ 

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি মো.

শাহ আলম বলেন, ‘রাতেই শাওন নামের ওই ছাত্রদল নেতাকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা হয়েছে।’

ছাত্রদল নেতা তন্ময় দত্ত গ্রেপ্তার

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা তন্ময় দত্তকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁকে পুরানবাজার লোহারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক ছ ত রদল র আম দ র

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন

রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে নগরের বিনোদপুর এলাকা থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রাজশাহী মহানগর শাখা এ ম্যারাথনের আয়োজন করে।

ম্যারাথনে অংশ নিতে প্রতিযোগীরা আজ ভোর সাড়ে পাঁচটার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিনোদপুর বাজারে জমায়েত হতে থাকেন। সকাল ছয়টার পর শুরু হয় পাঁচ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগিতা।

অংশগ্রহণকারীরা বিনোদপুর থেকে শুরু হয়ে নগরের তালাইমারী মোড় হয়ে আবার বিনোদপুর হয়ে চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার বিনোদপুরে ফিরে আসেন।পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী তিন নারীসহ আরও ১০ জনকে পুরস্কৃত করা হয়।

ম্যারাথন উপলক্ষে আগে থেকেই মেডিকেল টিমসহ একটি অ্যাম্বুলেন্স ছিল। এ ছাড়া সবার জন্য টি-শার্ট, গ্লুকোজ পানিসহ বিশেষ খাবার পরিবেশন করা হয়। ম্যারাথনে অংশ নেওয়াদের বেশির ভাগই ছিল তরুণ। তাঁদের মধ্যে বেশি বয়সী নারীরাও অংশ নেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫৮ বছর বয়সী পিয়ারুল ইসলাম বলেন, এ উদ্যোগ খুবই ভালো হয়েছে। অসুস্থমুক্ত জীবন গড়তে হলে দৌড়ানোর কোনো বিকল্প নেই। শারীরিক বিভিন্ন অ্যাকটিভিটিসের মধ্যে থাকলে সুস্থ জীবন গড়া যায়। এ বয়সে তাঁর কোনো ওষুধ লাগে না। তাঁরও অনেক সিনিয়র আছেন, কারও বয়স ৭৫, তাঁদেরও ওষুধ লাগে না। তাই এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সবাইকে উদ্ধুব্ধ করতে হবে। যাতে নিজেদের শরীরকে সব সময় উপযুক্ত রাখে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, অনেক দিন পর তিনি দৌড়াবেন। সাধারণত দৌড়ানো হয় না। আজকের পর থেকে তিনি প্রতিদিন সকালে উঠে দৌড়াবেন।

স্থানীয় বাসিন্দা নাঈম হাসান বলেন, জুলাই গণ–অভ্যুত্থান শুধু সরকারের পতন নয়। এর মাধ্যমে এ দেশের মানুষ একটি নতুন নিশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। সেই নতুন নিশ্বাস নিয়ে ম্যারাথনে তিনি অংশ নিয়েছেন।

ম্যারাথন প্রতিযোগিতায় ১৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী নগরের বিনোদপুর এলাকায়

সম্পর্কিত নিবন্ধ