রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান করলে যে হুমকি দিলেন ট্রা
Published: 13th, March 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। এখন রাশিয়ার সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা বলছে, “বল এখন রাশিয়ার কোর্টে। মস্কো যুদ্ধবিরতিতে রাজি হয় কি না, সেটা দেখেই বোঝা যাবে, তারা শান্তি চায় কি না।”
রাশিয়া অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে অমান্য করলে ‘কঠোর’ অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজে স্থানীয় সময় বুধবার আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আনাদোলু এজেন্সির।
আরো পড়ুন:
রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে রাজি ইউক্রেন
ঢাকার রাশিয়ান হাউজে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
ট্রাম্প বলেন, “এখন এটি (যুদ্ধবিরতি) রাশিয়ার ওপর নির্ভর করছে, তবে উভয় পক্ষের সাথেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা বিষয়টি দেখব। আমরা যখন এই কথা বলছি তখন মার্কিন প্রতিনিধিরা (আলোচনার জন্য) এখন রাশিয়ায় যাচ্ছে। এবং আশা করি, আমরা রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিরতির সম্মতি আদায় করতে পারব। এবং যদি আমরা তা করতে পারি, তাহলে আমি মনে করি এই ভয়াবহ রক্তপাতের অবসান ঘটানোর জন্য ৮০ শতাংশ পথ পাড়ি দেওয়া হবে।”
ট্রাম্প আরো বলেন, “যদি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটি প্রত্যাখ্যান করেন, তাহলে রাশিয়ার ওপর ‘কঠোর’ অর্থনৈতিক শাস্তি আরোপ করা হবে।”
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি এমন কিছু করতে পারি যা আর্থিকভাবে রাশিয়ার জন্য খুবই খারাপ হবে। আমি তা করতে চাই না, কারণ আমি শান্তি পেতে চাই।”
যুদ্ধবিরতি প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া। মার্কিন প্রতিনিধি দল যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে রাশিয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড