রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা ইউরি উশাকভ ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে রাশিয়ার অবস্থান তুলে ধরেছেন। বৃহস্পতিবার রুশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব সম্পর্কে মন্তব্য করেছেন।

উশাকভ সংক্ষিপ্ত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এটি ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য একটি সাময়িক অবকাশ এবং তাদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ ছাড়া আর কিছুই হবে না।

তিনি বলেছেন, রাশিয়া ‘ইউক্রেনে দীর্ঘমেয়াদী শান্তি মীমাংসা চাইছে যা মস্কোর স্বার্থ এবং উদ্বেগকে বিবেচনায় রাখে।’ রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ‘স্বাভাবিক মতামত বিনিময় শান্তভাবে’ হচ্ছে বলেও জানান তিনি।

উশাকভ জানান, মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে, ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ লাভের কোনো প্রশ্নই আসে না।

যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের জেদ্দায় গত মঙ্গলবার ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা। এতে ৩০ দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে কিয়েভ। এরপরই বৃহস্পতিবার রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য মস্কোয় গিয়েছেন মার্কিন প্রতিনিধিরা।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন

এছাড়াও পড়ুন:

ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড

৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।

২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।

তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।

ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড

সম্পর্কিত নিবন্ধ