প্রবীণ সাংবাদিক সানাউল্লাহর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
Published: 14th, March 2025 GMT
কানাডায় সমকালের সাংবাদিক আহসান রাজীব বুলবুলের বাবা, রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে আজ রাজবাড়ীর বড় মসজিদ এবং মরহুমের নিজ বাড়ি বিনোদপুরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
২০২৩ সালের ১৪ মার্চ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মোহাম্মদ সানাউল্লাহ পাকিস্তান আমলে ‘পাক যমহুরিয়াত’ সাপ্তাহিক পত্রিকায় লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। তিনি দৈনিক পূর্ব পাকিস্তান পত্রিকায় কাজ করেন। দেশ স্বাধীনের পর তিনি বাংলার বাণী, দৈনিক বাংলা, যুগান্তর, সমকাল, বিডিনিউজ২৪ ও বাংলাদেশ টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
২০২২ সালের ৩০ মে তৃণমূলে সাংবাদিকতায় অবদান রাখার জন্য গুণী সাংবাদিক হিসেবে সম্মাননা পান মোহাম্মদ সানাউল্লাহ। তিনি ছাত্রজীবনে গণঅভ্যুত্থান, ছয় দফা, অসহযোগ আন্দোলনসহ ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে তিনি সক্রিয়ভাবে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ন উল ল হ
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ