হাসপাতাল দখল নিয়ে বিএনপির দুপক্ষে দ্বন্দ্ব: চাকরিচ্যুত ১, বরখাস্ত ৪
Published: 15th, March 2025 GMT
রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় ওই হাসপাতালের মেডিকেল অফিসার তানভীর মাহমুদ তৌহিদকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। পৃথক আদেশে চারজন মেডিকেল অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এসব চিকিৎসকের অভিযোগ, শুধুমাত্র মেডিকেল কলেজ দখল দিতে উদ্দেশ্যমূলকভাবে এমন হয়রানি করা হচ্ছে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ওই চিকিৎসকরা। সংবাদ সম্মেলনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আধুনিক মেডিকেল সাবেক সভাপতি ডা.
সংবাদ সম্মেলনের পর চাকরিচ্যুতির বিষয়ে জানতে চাইলে বিএমএসআরআই অনারারী সেক্রেটারী মেজর জেনারেল (অব). মো. রফিকুল ইসলাম সমকালকে বলেন, ‘জুলাই বিপ্লবের পর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে দ্বন্দ্ব চলমান রয়েছে। মেডিকেল অফিসার তানভীর মাহমুদ তৌহিদকে কর্তৃপক্ষের সিদ্ধান্তে উত্তরা আধুনিক হাসপাতাল থেকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। তবে সেখানে যুক্ত হয়নি। পরে বৈঠকের মাধ্যমে কর্তৃপক্ষ তার নিয়োগ বাতিল করে। এছাড়া হাসপাতালের শৃঙ্খলা নষ্টের দায়ে আরও চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়। এই ঘটনা একটি তদন্ত কমিটি হয়েছে। প্রতিবেদন দেওয়ার পরে এই চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সহযোগি সংগঠন ড্যাব থেকে ডা. রোকনুজ্জামান রুবেলকে বহিস্কার করেছে বিএনপি। আর ডা. ডোনার ও ডা. দোলন নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ পেয়েছেন। তাদের নিয়োগ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ দ বন দ ব চ কর চ য ত বরখ স ত ম ড ক ল অফ স র ম ড ক ল কল জ চ কর চ য ত ব এনপ র বরখ স ত
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি