লা লিগায় এখন প্রতিটি পয়েন্ট মহামূল্যবান। শুধু পয়েন্ট নয়, প্রতিটি গোলও যেন শিরোপানির্ধারক। একটি সামান্য ভুলও হয়ে উঠতে পারে পতনের কারণ। তেমনই এক পরিস্থিতিতে আজ রাতে মাঠে নামবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।

লা লিগার ত্রিমুখী শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে আছে এই দুই দলই। পয়েন্ট তালিকায় তিন দলের মধ্যে ব্যবধানও খুব সামান্য। ফলে আতলেতিকোর মাঠে আজ রাত ২টার ম্যাচটা লা লিগার শিরোপা লড়াইয়ে নিশ্চিতভাবেই বড় ধরনের প্রভাব রাখতে যাচ্ছে।

বার্সেলোনা-আতলেতিকো মুখোমুখি হওয়ার আগে গতকাল রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল ভিয়ারিয়ালের বিপক্ষে। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ম্যাচটি রিয়াল জেতে ২-১ গোলে। এই জয়ের পর বর্তমানে শীর্ষে আছে রিয়াল। ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৬০।

আরও পড়ুন৭২ ঘণ্টার বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়াল মাদ্রিদের৯ ঘণ্টা আগে

দুই ম্যাচ কম খেলে বার্সার পয়েন্ট ৫৭। তবে আজ রাতে আতলেতিকোর বিপক্ষে জয় পেলে পয়েন্টের দিক থেকে রিয়ালকে ছুঁয়ে ফেলবে বার্সা। এমনকি গোল ব্যবধানে বেশ এগিয়ে থেকে শীর্ষেও উঠে আসবে তারা। পাশাপাশি একটি বাড়তি ম্যাচ তাদের হাতেও থাকবে।

আতলেতিকোর জন্য অবশ্য কাজটা একটু কঠিনই। বিশেষ করে হেতাফের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২-১ গোলের হার অনেকটাই পিছিয়ে দিয়েছে তাদের। তবে এখনো লিগ জয়ের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। আজ রাতে বার্সেলোনার বিপক্ষে জয় পেলে বেশ ভালোভাবেই লড়াইয়ে ফিরবে তারা।

লড়াইটা সিমিওনে আর ফ্লিকেরও.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আতল ত ক আজ র ত

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ