পাবসা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ভ্রম্যমাণ আদালত। পরে তাদের ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়।

গ্রেপ্তার দালালরা হলেন- পাবনা সদর উপজেলার কেসমত প্রতাপপুর গ্রামের মৃত আকাশ প্রামানিকের ছেলে মামুন হোসেন (৩৬) ও হেমায়েতপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মাহিদুল ইসলাম কালু (৩৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাবনা মানসিক হাসপাতালে সম্প্রতি দালালদের উপদ্রব বেড়েছে। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায় করছিল। মানসিক হাসপাতালের নাম ও সিল ব্যবহার করে প্রতারণার সঙ্গেও জড়িত ছিল তারা। অভিযোগ পেয়ে পাবনা জেলা এনএসআইয়ের দুইজন সহকারী পরিচালকসহ ৮ জন সদস্য উক্ত এলাকায় গত কয়েকদিন ধরে তথ্য সংগ্রহ করেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দালালদের অবস্থান জানতে পেরে এনএসআই পাবনা কার্যালয়কে জানায়।

আরো পড়ুন:

হবিগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় শ্রমিকের কারাদণ্ড

খুলনায় ৩০টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস

এনএসআই পাবনার উপ-পরিচালক বিষয়টি জেলা প্রশাসককে জানান। পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব পাবনা সদর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় দুই দালালকে হাতেনাতে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালত। পরে তাদের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ জানান, “দুইজনকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো তিনদিন কারাভোগের নির্দেশ দেওয়া হয় তাদের।”  

ঢাকা/শাহীন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ