ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্ত্রীকে কুপিয়ে স্বর্ণ-টাকা লুট
Published: 17th, March 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন সেটসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে ডাকাতিরা। এতে বাধা দেওয়ায় কুপিয়ে আহত করা হয়েছে তাঁর স্ত্রীকে। রোববার রাতে সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামের মুদি ব্যবসায়ী মামুন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতদলের মারধর ও অস্ত্রাঘাতে আহত মামুনের স্ত্রী মনি আক্তার সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আজ সোমবার তিনি বলেন, রোববার রাত দুইটার দিকে ৮-১০ জন ডাকাত তাঁর বাড়িতে হানা দেয়। তারা ঘরে ঢুকেই সব ধরনের আসবাবপত্র তছনছ করে। ডাকাতেরা আলমারিতে থাকা নগদ ২২ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার ও ৫টি মোবাইল ফোন সেট লুটে নেয়। এতে তিনি বাধা দিলে মারধর করা হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়েও কোপানো হয়।
ডাকাতেরা চলে যাওয়ার পর এলাকাবাসী মনি আক্তারকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ডাকাতির বিষয়টি জেনেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স ন রগ
এছাড়াও পড়ুন:
বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল
এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।
ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।
আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগেভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’
২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।
যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা