ভ্লাদিমির পুতিন আংশিক ও অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়াযর কয়েক ঘন্টা পরই রাশিয়া কামিকাজে ড্রোন এবং এস-৩০০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। বুধবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প এবং পুতিন দুই ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতির অনুরোধ প্রত্যাখ্যান করলেও, জ্বালানি ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা স্থগিত রাখার বিষয়ে একমত হন।

তবে, ফোনকলটি শেষ হওয়ার কিছুক্ষণ পরেই, কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। রাজধানীর আশেপাশের অঞ্চলে প্রায় ৪৫টি ড্রোন হামলা হয় এবং রাতভর রাজধানীজুড়ে বিমান বিধ্বংসী গুলিবর্ষণের শব্দ শোনা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বুচা ও রাজধানীর আশেপাশের অন্যান্য এলাকায় ড্রোন পড়ে অসংখ্য বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন আহত হয়েছে। পূর্বাঞ্চলীয় শহর সুমিতে, একটি ড্রোন একটি হাসপাতাল ভবনে আঘাত হানে যার ফলে ১০০ জনেরও বেশি রোগীকে সরিয়ে নিতে হয়। আরেকটি পৃথক ঘটনায়, পাশের একটি গ্রামে একজন বেসামরিক নাগরিক মারা গেছেন।

ইউক্রেনও রাতারাতি রাশিয়ার উপর দূরপাল্লার ড্রোন হামলা অব্যাহত রেখেছে। মঙ্গলবার রাতে দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে একটি তেল ডিপোতে আঘাত হেনেছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ৫৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যার বেশিরভাগই কুর্স্ক অঞ্চলে, যেখানে ইউক্রেনীয় বাহিনী সম্প্রতি গত সাত মাস ধরে তাদের দখলে থাকা একটি ছোট অংশ থেকে সরে যাচ্ছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন

এছাড়াও পড়ুন:

ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড

৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।

২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।

তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।

ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড

সম্পর্কিত নিবন্ধ