চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানা এলাকায় চলমান বিশেষ অভিযানের আওতায় ৩ শতাধিক আসামি গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর ‍পুলিশ (সিএমপি)। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগসহ অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারীসহ বিভিন্ন ধরনের অপরাধের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ঈদকে সামনে রেখে নগরবাসীর নির্বিঘ্নে কেনাকাটা নিশ্চিত করার পাশাপাশি চুরি ছিনতাই রোধে পুলিশি টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে।  অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

সিএমপির জনসংযোগ বিভাগের সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমরান জানান, নগরে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে সিএমপির বিশেষ অভিযান চালমান আছে। অভিযানের আওতায় গত এক সপ্তাহে মহানগরীর ১৬টি থানা এলাকা থেকে ৩ শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন:

জুলাই বিপ্লবে শহীদ জসিমের মেয়েকে ‌সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

রাঙামাটিতে ‘ধর্ষণচেষ্টার’ মামলায় গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ আভিযানিক দল ঢাকার বসুন্ধরা সিটিতে অভিযান চালিয়ে গত ১৫ মার্চ রাতে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ প্রকাশ ছোট সাজ্জাদকে।

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেছেন, চট্টগ্রাম মহানগরকে অপরাধমুক্ত রাখতে পুলিশ সন্ত্রাসী, চাঁদাবাজসহ অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করছে। ঈদকে সামনে রেখে নগরবাসীর নির্বিঘ্ন কেনাকাটা নিশ্চিত করার পাশাপাশি চুরি ছিনতাই রোধে পুলিশি টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেরোরিজম ইউনিট.

সোয়াত টিমসহ পুলিশের সবগুলো ইউনিট অপরাধীদের বিরুদ্ধে মাঠে রয়েছে বলে জানান তিনি। 

ঢাকা/রেজাউল/বকুল  

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর স এমপ অপর ধ

এছাড়াও পড়ুন:

পাবনা-ঢাকা রুটে আবারও বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

রাবেয়া বেগম আজ রোববার সকাল নয়টার দিকে ঢাকা থেকে পাবনার বেড়াগামী আলহামরা পরিবহনের বাসে উঠেছিলেন। গন্তব্যের ২০ কিলোমিটার আগে পৌঁছার পর জানতে পারেন, সিরাজগঞ্জের শাহজাদপুর হয়ে পাবনার বাস যেতে পারবে না। শাহজাদপুর বাসস্ট্যান্ডের অনেক আগে তালগাছি এলাকায় সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশায় তাঁকে বেড়ায় পৌঁছাতে হয়।

পাবনা ও শাহজাদপুরের অনেক যাত্রীকে আজ রোববার দিনভর এমন দুর্ভোগ পোহাতে হয়েছে। এই দুর্ভোগের কারণ, পাবনা ও শাহজাদপুর বাসমালিকদের পুরোনো দ্বন্দ্ব। আজ সকাল থেকে দুই এলাকার বাস চলাচল আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। পাবনা থেকে শাহজাদপুর হয়ে ঢাকা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যে কোনো বাস চলাচল করছে না। একইভাবে শাহজাদপুর থেকেও পাবনার দিকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না।

বাসমালিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই পক্ষের দ্বন্দ্বের কারণে চলতি বছরেই অন্তত চারবার বাস চলাচল বন্ধ ছিল। আর গত সাত-আট বছরে বাস চলাচল বন্ধ ছিল অন্তত ৩০ বার। একবার বাস চলাচল বন্ধ হলে তা চালু হতে সময় লেগেছে পাঁচ দিন থেকে তিন সপ্তাহ পর্যন্ত।

বাসমালিক ও শ্রমিকদের সূত্রে জানা যায়, শাহজাদপুর বাসমালিক সমিতি ও পাবনার নগরবাড়ী বাসমালিক সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে রুট ও সময়সূচি নিয়ে দ্বন্দ্ব চলছে। পাঁচ-ছয় দিন আগে নগরবাড়ী বাসমালিক সমিতির লোকজন শাহজাদপুর বাসমালিক সমিতির মালিকানাধীন নবীনবরণ পরিবহন নামের একটি বাস আটকায়। এর প্রতিবাদে শাহজাদপুরের বাসমালিকেরা নগরবাড়ী সমিতির মালিকানাধীন বাসগুলো চলাচলে বাধা দেন। ঘটনার জেরে গতকাল শনিবার পাবনার দাশুড়িয়ায় নবীনবরণ পরিবহনের একটি বাস আটকে রাখে পাবনা বাসমালিক সমিতি। পাল্টা প্রতিক্রিয়ায় আজ সকালে শাহজাদপুর বাসমালিক সমিতি শাহজাদপুরের ওপর দিয়ে পাবনার সব বাসের চলাচল বন্ধ করে দেয়। একই সঙ্গে পাবনার সড়ক দিয়েও শাহজাদপুরের বাস চলাচল বন্ধ হয়ে যায়। পাবনা ও শাহজাদপুর উভয় সমিতির দুই শতাধিক বাস আজ সকাল থেকে বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীদের পাশাপাশি পরিবহনশ্রমিকেরাও।

এদিকে পাবনা থেকে বেড়া হয়ে ঢাকাগামী বেশির ভাগ পরিবহনের কাউন্টার বন্ধ থাকতে দেখা গেছে। দু–একটি বাসের কাউন্টার খোলা থাকলেও সেসব বাস বেড়া থেকে যাত্রী নিয়ে কাজীরহাট ফেরিঘাট হয়ে অথবা নাটোরের বনপাড়া হয়ে প্রায় ১০০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে ঢাকা যাচ্ছে।

পাবনা এক্সপ্রেস পরিবহনের বেড়া কাউন্টারের ব্যবস্থাপক মঞ্জুরুল হাসান বলেন, ‘শাহজাদপুর হয়ে পাবনার কোনো বাস যেতে না পারায় আমাদের বাসগুলো হয় ফেরি হয়ে, না হয় নাটোরের বনপাড়া ঘুরে ঢাকা যাচ্ছে।’

শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘পাবনা ও নগরবাড়ী বাসমালিক সমিতি আমাদের বাস চলাচলে বাধা দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের যেমন দুর্ভোগ হচ্ছে, তেমনি উভয় মালিক সমিতিরই ক্ষতি হচ্ছে। দুই পক্ষ আলোচনায় বসলে আশা করি সমাধানের পথ পাওয়া যাবে।’

পাবনা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক মোমিন মোল্লা বলেন, ‘শাহজাদপুর বাসমালিক সমিতির লোকজন প্রায় এক মাস ধরে নগরবাড়ী বাসমালিক সমিতির বাসগুলো শাহজাদপুরের ওপর দিয়ে যেতে দিচ্ছিল না। আজ থেকে তারা পাবনার সব বাসের চলাচল বন্ধ করে দিল। শাহজাদপুর মালিক সমিতি ছোটখাট যেকোনো ব্যাপার হলেই তাদের এলাকার ওপর দিয়ে পাবনার বাস চলাচল বন্ধ করে দিচ্ছে। আমরা এর স্থায়ী সমাধান চাই।’

সম্পর্কিত নিবন্ধ

  • পাবনা-ঢাকা রুটে আবারও বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা