গত মাসেই পশ্চিমবঙ্গের অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রথমবারের মতো ‘বাবা’ হচ্ছেন তিনি। তখন পরমব্রত জানিয়েছিলেন তাঁর স্ত্রী প্রিয়া চক্রবর্তী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এবার অভিনেতা জানালেন, অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে কাজ থেকে বিরতি নিচ্ছেন তিনি।

চলতি বছরের শুরু থেকেই টানা কাজ করছেন পরম। একের পর এক ছবি তাঁর হাতে। শুটিং ঝড়ের গতিতে সারছেন তিনি। সদ্য শেষ করলেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’ ছবির কাজ। এ ছবির কাজ মিটতেই ইশা সাহার সঙ্গে পরের ছবির শুটিংয়ে ব্যস্ত পরম। কেন এত দ্রুত কাজ সারছেন অভিনেতা?

পরমব্রত ও প্রিয়া। ফেসবুক থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ