কক্সবাজারের টেকনাফের মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশের চেষ্টার সময় নৌকাডুবির ঘটনায় নাফ নদী থেকে চার রোহিঙ্গা নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এক শিশু ও তিন নারী রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত নারী ও শিশুদের নাম, পরিচয় জানা যায়নি। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে নাফ নদী থেকে ভাসমান অবস্থায় লাশগুলো উদ্ধার করা হয়।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। আজ রাতে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদীতে ভাসমান অবস্থায় চারজনের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে এক শিশু ও তিন নারীর মরদেহ রয়েছে। এদের স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধারের পর স্থানীয়ভাবে দাফনের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত বিজিবি সদস্যসহ ১২ জন নিখোঁজ রয়েছেন।

এর আগে শুক্রবার মধ্যরাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে রোহিঙ্গাবোঝাই নৌকাটি ডুবে যায়। সে সময় দায়িত্বরত বিজিবির সদস্যরা ২৫ জন রোহিঙ্গা নাগরিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে উদ্ধার করতে গিয়ে বিজিবির এক সদস্য পানিতে পড়ে নিখোঁজ হন। তিনিসহ আরও ১৬ জন তখন নিখোঁজ ছিলেন। এদের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হলো।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদস য

এছাড়াও পড়ুন:

ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড

৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।

২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।

তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।

ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড

সম্পর্কিত নিবন্ধ