যশোরের অভয়নগরে সড়কের পাশের পিলারে ধাক্কা লেগে আবু বক্কর (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওহিদুজ্জামান রাতুল (১৯) নামে অপর এক যুবক।
শনিবার (২১ মার্চ) রাতে উপজেলার পাচুড়িয়া গ্রামে শংকরপাশা-আমতলা সড়কে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া আবু বক্কর উপজেলার লেবুগাতী গ্রামের এরশাদ আলী শেখের ছেলে। আহত রাতুল একই গ্রামের জালাল উদ্দিন শেখের ছেলে। আবু বক্কর ও রাতুল সম্পর্কে চাচাতো ভাই।
আরো পড়ুন:
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত এক
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে সেনাসদস্য নিহত
প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাতে আবু বক্কর ও রাতুল উপজেলার নওয়াপাড়া বাজার থেকে শংকরপাশা-আমতলা সড়ক দিয়ে মোটরসাইকেলে লেবুগাতী গ্রামের বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন রাতুল। সড়কের বাঁক অতিক্রম করার সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান রাতুল। এসময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা সাংকেতিক পিলারের সঙ্গে ধাক্কা লাগে। আবু বক্কর ও রাতুল দুইজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাত ৯টার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন। রাতুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান বলেন, “রাত ৯টার দিকে দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। একজন হাসপাতালে আনার আগেই মারা যান। গুরুতর আহত অপরজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
অভয়নগর থানার ওসি আবদুল আলিম বলেন, “মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর আরোহী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত স ব স থ য কমপ ল ক স উপজ ল সড়ক র
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ