যশোরের অভয়নগরে সড়কের পাশের পিলারে ধাক্কা লেগে আবু বক্কর (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওহিদুজ্জামান রাতুল (১৯) নামে অপর এক যুবক।
শনিবার (২১ মার্চ) রাতে উপজেলার পাচুড়িয়া গ্রামে শংকরপাশা-আমতলা সড়কে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া আবু বক্কর উপজেলার লেবুগাতী গ্রামের এরশাদ আলী শেখের ছেলে। আহত রাতুল একই গ্রামের জালাল উদ্দিন শেখের ছেলে। আবু বক্কর ও রাতুল সম্পর্কে চাচাতো ভাই।
আরো পড়ুন:
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত এক
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে সেনাসদস্য নিহত
প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাতে আবু বক্কর ও রাতুল উপজেলার নওয়াপাড়া বাজার থেকে শংকরপাশা-আমতলা সড়ক দিয়ে মোটরসাইকেলে লেবুগাতী গ্রামের বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন রাতুল। সড়কের বাঁক অতিক্রম করার সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান রাতুল। এসময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা সাংকেতিক পিলারের সঙ্গে ধাক্কা লাগে। আবু বক্কর ও রাতুল দুইজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাত ৯টার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন। রাতুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান বলেন, “রাত ৯টার দিকে দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। একজন হাসপাতালে আনার আগেই মারা যান। গুরুতর আহত অপরজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
অভয়নগর থানার ওসি আবদুল আলিম বলেন, “মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর আরোহী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত স ব স থ য কমপ ল ক স উপজ ল সড়ক র
এছাড়াও পড়ুন:
যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
যশোরের মনিরামপুরে খেলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়সা খাতুন নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ডাকুরিয়া ইউনিয়নের গাবুখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত রায়সা খাতুন উপজেলার গাবুখালী গ্রামের রাজু আহম্মেদের ছোট মেয়ে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে মায়ের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল ছোট্ট রায়সা। এ সময় মায়ের চোখের আড়ালে গিয়ে ঘরের পাশে বৈদ্যুতিক আর্থিং এ হাত দেয় সে এবং কিছুক্ষণের মধ্যে নিথর হয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোভন বিশ্বাস বলেন, ‘‘সকালে মৃত অবস্থায় রায়সা নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়। তার ডানহাতে ক্ষতচিহ্ন রয়েছে। শরীরে আলামত দেখে ও পরিবারের কাছ থেকে জেনেছি, সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।’’
আরো পড়ুন:
বরগুনায় দুই শিশুকে কুপিয়ে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
ফরিদপুরে বাবার গাড়ির নিচে চাপা পড়ে সন্তানের মৃত্যু
এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে। মনিরামপুর থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
ঢাকা/প্রিয়ব্রত/বকুল