পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট হয়েছে গত ১৩ জানুয়ারি। এবার দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার—উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস, ফাস্ট বোলার নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তাঁদের মধ্যে লিটন ও নাহিদের সব ম্যাচ খেলার সম্ভাবনা কম।

পিএসএলের সময় জাতীয় দলের খেলা থাকায় এই দুজনসহ পাঁচ ক্রিকেটারকে তাঁদের ফ্র্যাঞ্চাইজি পুরো মৌসুম পাবে না। আরেক খেলোয়াড় করবিন বশ শেষ মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ানসে ডাক পাওয়ায় পিএসএল ছেড়ে আইপিএলে নাম লিখিয়েছেন। সব মিলিয়ে ছয় খেলোয়াড়ের বিকল্প খুঁজতেই আজ সন্ধ্যায় আবার বসছে পিএসএল ড্রাফট। তবে সশরীর নয়, ড্রাফট হবে অনলাইনে।

বাংলাদেশের ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পান কম। পেলেও বিসিবির কাছ থেকে পুরো আসরের অনাপত্তিপত্র পাওয়ার নিশ্চয়তা থাকে না। এ নিয়ে আলোচনা-সমালোচনা হয় নিয়মিতই। এবার যেমন লিটন, নাহিদ ও রিশাদকে এখনো ছাড়পত্র দেয়নি বোর্ড।

আরও পড়ুনপিএসএলে নাহিদ রানার দলে সঙ্গী কারা১৫ জানুয়ারি ২০২৫

কারণটা অবশ্য অনুমেয়। এবারের পিএসএল শুরু হবে ১১ এপ্রিল। একই দিনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করার কথা বাংলাদেশ দলের। ২০ এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট, চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু ২৮ এপ্রিল। জিম্বাবুয়ে দল ঢাকায় পা রাখবে ১৫ এপ্রিল।

নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প এসএল

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ