‘নারীদের অবস্থা সবচেয়ে খারাপ, মন্তব্যের ঘরে তাঁদের নিয়ে যা খুশি বলা হয়।’ সামাজিক যোগাযোগমাধ্যমে নারীবিদ্বেষ নিয়ে এভাবেই বলেন সেলেনা গোমেজ। এই গায়িকা-অভিনেত্রী আগেও অনেকবার এ প্রসঙ্গে কথা বলেছেন; ত্যক্তবিরক্ত হয়ে কয়েকবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও মুছে দিয়েছেন। এবার তিনি এ প্রসঙ্গে কথা বললেন ‘আওয়ার পারপাস উইথ জয় শেঠি পডকাস্ট’-এ।

এ অনুষ্ঠানে সেলেনা হাজির হয়েছিলেন প্রেমিক সংগীতশিল্পী বেনি ব্লাঙ্কোকে নিয়ে। বেনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য তিনি পড়েন না। তবে এ বিষয়ে ভিন্নমত সেলেনার। ‘আমিও এমন অবস্থার মধ্য দিয়ে গেছি।

সেলেনা গোমেজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ