একটা সময় ছিল আইপিএলে, যখন প্রথম ব্যাট করা দল ১৭০ রান করলেই নিজেদের নিরাপদ ভাবত। সময়ের পরিক্রমায় এবং স্পন্সরদের চাপে দিন-দিন উইকেট হয়ে যাচ্ছে একদম ফ্ল্যাট। যেখানে বোলারদের জন্য কিছুই থাকছে না। দুইশ রানই এখন আর নিরাপদ না। বৃহস্পতিবার (২৭ মার্চ) সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস সেই ব্যাপারটা আরো স্পষ্ট করল।
টস জিতে প্রথমে হায়দরাবাদকে ব্যাটিংয়ের আমন্ত্রণ করে লক্ষ্ণৌ অধিনায়ক ঋষভ পন্থ। শুরুটা ভালো না হলেও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ সংগ্রহ করে প্যাট কামিন্সের হায়দরাবাদ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিকোলাস পুরানের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৬.
আরো পড়ুন:
‘১০ হাজার টাকায় ভক্ত ভাড়া করে মাঠে ঢোকালেন রিয়ান’
ডি ককের ব্যাটে চড়ে হেসেখেলে জিতল কেকেআর
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হ য়দর ব দ
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ