৯ নম্বরে ধোনি, চেন্নাইয়ের সিদ্ধান্তে সমর্থকদের অসন্তোষ
Published: 29th, March 2025 GMT
চিপকের দুর্গে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) এমন হার কল্পনা করতে পারেননি অনেকেই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫০ রানে পরাজয়ের পর সমর্থকদের হতাশার মূল কারণ হয়ে উঠেছে ধোনির ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা। দলের সংকটময় মুহূর্তে কেন অভিজ্ঞ এই ফিনিশারকে আগে নামানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ সমর্থকরাও।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই। ব্যাটিংয়ে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৭ উইকেটে তোলে ১৯৬ রান। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই। ১০০ রানের গণ্ডি পার করার আগেই তারা হারিয়ে ফেলে ৭ উইকেট। ব্যাটিং অর্ডারের এমন ধসের পরও কেন ধোনিকে আগে পাঠানো হয়নি, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শেষ পর্যন্ত ৯ নম্বরে নেমে মাত্র ১০ বলে অপরাজিত ৩০ রান করেন ধোনি। তাতে পরাজয়ের ব্যবধানটুকুই কমে, ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানেই থামে সিএসকে।
সাবেক ভারতীয় ক্রিকেটার রবীন উথাপ্পা এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘আরসিবির দারুণ জয়! চিপকে এমন জয় তাদের আত্মবিশ্বাস বাড়াবে। কিন্তু ধোনির ৯ নম্বরে ব্যাটিং করা মোটেও যুক্তিসঙ্গত নয়। তিনি যদি উপরের দিকে নামেন, তাহলে সিএসকের নেট রানরেটেরও উন্নতি হবে।’
উথাপ্পার পাশাপাশি ভারতের আরেক সাবেক ক্রিকেটার ইরফান পাঠানও সমালোচনা করেছেন। তিনি এক্সে লেখেন, ‘আমি কখনোই ধোনিকে ৯ নম্বরে ব্যাটিং করতে দেখার পক্ষপাতী নই। এটা দলের জন্যও সঠিক সিদ্ধান্ত ছিল না।’
শুধু সাবেক ক্রিকেটাররাই নন, সিএসকে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মনে করছেন, দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে ধোনিকে আগে পাঠানো হলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ