৯ নম্বরে ধোনি, চেন্নাইয়ের সিদ্ধান্তে সমর্থকদের অসন্তোষ
Published: 29th, March 2025 GMT
চিপকের দুর্গে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) এমন হার কল্পনা করতে পারেননি অনেকেই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫০ রানে পরাজয়ের পর সমর্থকদের হতাশার মূল কারণ হয়ে উঠেছে ধোনির ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা। দলের সংকটময় মুহূর্তে কেন অভিজ্ঞ এই ফিনিশারকে আগে নামানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ সমর্থকরাও।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই। ব্যাটিংয়ে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৭ উইকেটে তোলে ১৯৬ রান। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই। ১০০ রানের গণ্ডি পার করার আগেই তারা হারিয়ে ফেলে ৭ উইকেট। ব্যাটিং অর্ডারের এমন ধসের পরও কেন ধোনিকে আগে পাঠানো হয়নি, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শেষ পর্যন্ত ৯ নম্বরে নেমে মাত্র ১০ বলে অপরাজিত ৩০ রান করেন ধোনি। তাতে পরাজয়ের ব্যবধানটুকুই কমে, ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানেই থামে সিএসকে।
সাবেক ভারতীয় ক্রিকেটার রবীন উথাপ্পা এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘আরসিবির দারুণ জয়! চিপকে এমন জয় তাদের আত্মবিশ্বাস বাড়াবে। কিন্তু ধোনির ৯ নম্বরে ব্যাটিং করা মোটেও যুক্তিসঙ্গত নয়। তিনি যদি উপরের দিকে নামেন, তাহলে সিএসকের নেট রানরেটেরও উন্নতি হবে।’
উথাপ্পার পাশাপাশি ভারতের আরেক সাবেক ক্রিকেটার ইরফান পাঠানও সমালোচনা করেছেন। তিনি এক্সে লেখেন, ‘আমি কখনোই ধোনিকে ৯ নম্বরে ব্যাটিং করতে দেখার পক্ষপাতী নই। এটা দলের জন্যও সঠিক সিদ্ধান্ত ছিল না।’
শুধু সাবেক ক্রিকেটাররাই নন, সিএসকে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মনে করছেন, দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে ধোনিকে আগে পাঠানো হলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব