গুগল ক্রোম ব্রাউজারে এক গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এরই মধ্যে সাইবার অপরাধীরা ত্রুটিটি কাজে লাগাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাইবার নিরাপত্তা ও অবকাঠামো সুরক্ষা সংস্থা—সিআইএসএ সতর্কতা জারি করেছে এবং আগামী ১৭ এপ্রিলের মধ্যে ব্রাউজার হালনাগাদ করতে না পারলে সেটির ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ত্রুটির মাধ্যমে দূরবর্তী স্থান থেকে হামলাকারীরা ব্যবহারকারীর যন্ত্রে প্রবেশ করে নিয়ন্ত্রণ নিতে পারে। শুধু গুগল ক্রোম নয়, মাইক্রোসফট এজ ও অপেরা ব্রাউজারসহ অন্যান্য ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারও ঝুঁকির মধ্যে রয়েছে। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি প্রথম এই দুর্বলতা শনাক্ত করে জানিয়েছে, এটি একটি উন্নত ও জটিল ম্যালওয়্যার আক্রমণ। ব্যবহারকারী যদি কেবল একটি ক্ষতিকর লিংকে ক্লিক করেন, তাহলেই তাঁর যন্ত্র আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ক্যাসপারস্কি জানিয়েছে, এটি অন্যতম জটিল এক্সপ্লয়েট। এর মাধ্যমে সাইবার অপরাধীরা গুগল ক্রোমের স্যান্ডবক্স নিরাপত্তাব্যবস্থা সম্পূর্ণ বাইপাস করতে সক্ষম হয়েছে।

গুগল নিশ্চিত করেছে, সাইবার হামলাকারীরা এরই মধ্যে এই দুর্বলতা কাজে লাগাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিষ্ঠানটি ক্রোমের নতুন সংস্করণ ১৩৪.

০.৬৯৯৮.১৭৭/১৭৮ প্রকাশ করেছে, যা পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তবে গুগল আপাতত এই নিরাপত্তা ত্রুটির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যতক্ষণ না অধিকাংশ ব্যবহারকারী হালনাগাদ ইনস্টল করেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই ত্রুটির কারিগরি বিশদ তথ্য গোপন রাখব।

যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সিআইএসএ জানিয়েছে, গুগল ক্রোমিয়ামের ‘মোজো’ প্রযুক্তিতে একটি লজিক্যাল ত্রুটি পাওয়া গেছে। এই ত্রুটি স্যান্ডবক্সের বাইপাস ঘটাতে পারে। সংস্থাটি বলছে, এই নিরাপত্তা ত্রুটি শুধু গুগল ক্রোম নয়, মাইক্রোসফট এজ, অপেরা ও অন্যান্য ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারগুলোকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

সিআইএসএ জানিয়েছে, যদি ১৭ এপ্রিলের মধ্যে কেউ ব্রাউজার হালনাগাদ করতে না পারেন, তাহলে সেটির ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্দেশনা মূলত মার্কিন সরকারি সংস্থাগুলোর জন্য জারি করা হলেও ব্যক্তিগত ও বেসরকারি খাতের ব্যবহারকারীদেরও এটি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতের সাইবার নিরাপত্তা সংস্থা (সিইআরটি-ইন) গুগল ক্রোম ব্যবহারকারীদের দ্রুত হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই নিরাপত্তা ত্রুটির মাধ্যমে সাইবার হামলাকারীরা গুগল ক্রোমের স্যান্ডবক্স সুরক্ষা বাইপাস করতে সক্ষম হতে পারে। এদিকে ফায়ারফক্সেও একই ধরনের নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে। মজিলা এক বিবৃতিতে জানিয়েছে, ক্রোমের সাম্প্রতিক স্যান্ডবক্স বাইপাস ত্রুটির পর ফায়ারফক্সের আইপিসি কোডেও একই ধরনের সমস্যা শনাক্ত হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র এই ন র

এছাড়াও পড়ুন:

ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা সিনেটে ব্যর্থ

গাজায় ইসরায়েলের যুদ্ধের ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিন্দার মধ্যে, ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি আটকাতে মার্কিন সিনেটে তোলা একটি বিল পাস হতে ব্যর্থ হয়েছে।

ব্যর্থ হলেও, বুধবারের ভোটে দেখা গেছে, মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ইসরায়েলের যুদ্ধের বিরোধিতা জোরদার হয়ে উঠেছে। 

আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ঠেকানোর প্রচেষ্টায় এবারের ভোটে উল্লেখযোগ্য সংখ্যাক ডেমোক্র্যাট যোগ দিয়েছেন। 

ইসরায়েলের কাছে ২০ হাজার স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল বিক্রি বন্ধ করার প্রস্তাবের পক্ষে ২৭ জন ডেমোক্র্যাট ভোট দিয়েছেন, আর ৬৭৫ মিলিয়ন ডলারের বোমার চালান বন্ধ করার পক্ষে ২৪ জন ভোট দিয়েছেন। 

অন্যদিকে, ভোটদারকারী সব রিপাবলিকান সিনেটররা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির দুটি চুক্তি আটকে দিতে প্রস্তাবগুলো সিনেটে আনেন ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি প্রগতিশীল ঘরানার স্বতন্ত্র সিনেটর।

ভোটের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে স্যান্ডার্স বলেন, “ওয়াশিংটন ইসরায়েলের ‘বর্ণবাদী সরকার’কে এমন অস্ত্র সরবরাহ করা চালিয়ে যেতে পারে না, যা নিরীহ মানুষদের হত্যা করার জন্য ব্যবহৃত হচ্ছে।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একজন ‘জঘন্য মিথ্যাবাদী’ হিসেবে উল্লেখ করে স্যান্ডার্স ‘এক্স’ পোস্টে আরো বলেন, “গাজায় শিশুরা না খেয়ে মারা যাচ্ছে।”

প্রথমবারের মতো স্যান্ডার্সের প্রস্তাবকে সমর্থনকারী আইন প্রণেতাদের মধ্যে, ওয়াশিংটন রাজ্যের সিনেটর প্যাটি মারে বলেছেন, প্রস্তাবগুলো ‘নিখুঁত’ না হলেও, তিনি গাজার নিষ্পাপ শিশুদের অব্যাহত দুর্ভোগকে সমর্থন করতে পারেন না।

মারে এক বিবৃতিতে বলেন, “ইসরায়েলের দীর্ঘদিনের বন্ধু ও সমর্থক হওয়া সত্ত্বেও আমি প্রস্তাবের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিচ্ছি এই বার্তা দিতে: নেতানিয়াহু সরকার এই কৌশল চালিয়ে যেতে পারবে না।”

তিনি বলেন, “নেতানিয়াহু ক্ষমতায় থাকার জন্য প্রতিটি পদক্ষেপে এই যুদ্ধকে দীর্ঘায়িত করেছেন। আমরা গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ প্রত্যক্ষ করছি- সীমান্তের ওপারে যখন প্রচুর পরিমাণে সাহায্য ও সরবরাহ পড়ে আছে, তখন শিশু এবং পরিবারগুলোর অনাহার বা রোগে মারা যাওয়া উচিত নয়।”

মার্কিন জনগণের মধ্যে গাজা যুদ্ধের বিরোধিতা ক্রমবর্ধমান হওয়ার পাশাপাশি ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন নিয়ে ব্যাপক আকারে বিভক্তি দেখা দিয়েছে।

মঙ্গলবার প্রকাশিত গ্যালাপের একটি জরিপে দেখা গেছে, ৩২ শতাংশ আমেরিকান বলেছেন, তারা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সমর্থন করেন। গত বছরের সেপ্টেম্বরে ৪২ শতাংশ আমেরিকান ইসরায়েলের অভিযান সমর্থন করেছিলেন।

গ্যালাপের মতে, পরিচয় প্রকাশ করে মাত্র ৮ শতাংশ ডেমোক্র্যাট বলেছেন যে তারা ইসরায়েলের অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন, যেখানে ৭১ শতাংশ রিপাবলিকান বলেছেন জানিয়েছেন যে, তারা ইসরায়েলি পদক্ষেপকে সমর্থন করেছেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ