গাজীপুরে বাসচাপায় সিএনজিতে থাকা ফুফু-ভাতিজির মৃত্যু, বাসে আগুন
Published: 31st, March 2025 GMT
গাজীপুরে একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ফুফু ও ভাতিজির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। আজ সোমবার সকাল ১০টায় গাজীপুরের শিববাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন শিউলি বেগম (৫১) ও তাবাসসুম (৫)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে তাঁরা আত্মীয়বাড়িতে যাচ্ছিলেন। যাওয়ার পথে অটোরিকশাটি গাজীপুর শহরের শিববাড়ী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা শিউলি বেগম ও তাঁর ভাতিজি তাবাসসুমের মৃত্যু হয়ে। এ ছাড়া অটোরিকশার চালকসহ আরও দুজন আহত হন। বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই বাসটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আইপিএলে রোবট কুকুরের জন্য মামলা খেল বিসিসিআই
আইপিএলে মাঠে নজর কাড়ছে রোবট কুকুরের আদলে তৈরি একটি ক্যামেরা, যার নাম রাখা হয়েছে ‘চম্পক’। কিন্তু এই নাম নিয়েই বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ‘চম্পক’ নামে একটি জনপ্রিয় শিশু পত্রিকা বিসিসিআইর বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে মামলা করেছে।
পত্রিকাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিসিসিআইয়ের রোবট ক্যামেরার নাম তাদের ব্র্যান্ডের সঙ্গে মিলে যাওয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং পত্রিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পত্রিকার আইনজীবী অমিত গুপ্ত জানান, ‘ক্যামেরাটির নাম সমর্থকদের ভোটের মাধ্যমে ২৩ এপ্রিল নির্ধারণ করা হয়। যেহেতু এটি একটি কুকুরের মতো দেখতে এবং পত্রিকাটির চরিত্রগুলোর মধ্যেও পশু রয়েছে, তাই সাধারণ মানুষ দুইটি ‘চম্পক’কে গুলিয়ে ফেলছেন।’
তবে আদালত এই অভিযোগকে খুব একটা আমলে নিচ্ছে না। আদালতের মন্তব্য, চম্পক পত্রিকায় ব্যবহৃত একটি চরিত্রের নাম ‘চিকু’, যা আবার ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ডাকনামও। আদালতের মতে, ‘যদি ওই পত্রিকা বিরাট কোহলির ডাকনাম ব্যবহার করতে পারে, তবে বিসিসিআইও চম্পক নাম ব্যবহার করলে তাতে কোনো অসংগতি নেই।’