চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপি ও যুবদলের কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের পেলিশ্যা বাজারে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। আটজন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আরও অন্তত তিনজন স্থানীয় চিকিৎসকের চেম্বারে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

পেলিশ্যা বাজারের একাধিক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মগধরা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.

মিলাদের অনুসারীদের সঙ্গে মগধরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. কামরুলের অনুসারীদের এই সংঘর্ষ হয়।

আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও দুই পক্ষ একে অন্যের ওপর চড়াও হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগের সামনে ২০ থেকে ৩০ জন চিকিৎসাধীন প্রতিপক্ষের লোকজনের ওপর হামলার চেষ্টা চালান। এ সময় গাছুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবদুর রহীম উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।

জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা মো. সোহেল নামের আহত এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, হাসপাতালে মোট আটজন আহত ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন। তিনি ছাড়া আহত অন্যরা হলেন মাহফুজ, মিলাদ, আলতাফ, আকবর, নোয়াব, পারভেজ ও দিদার। আহত যুবদলের নেতা কামরুল ও মাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সন্ধ্যা সাতটায় তাঁদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার এলাকাতেই এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। মূলত পেলিশ্যা বাজার ব্যবসায়ী সমিতির কর্তৃত্ব নিয়ে ঘটনাটি ঘটেছে।’ স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনার বিষয়ে তিনি বলেন, সেখানে ইতিমধ্যে নৌবাহিনী পৌঁছেছে। পরিস্থিতি এখন শান্ত।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সফিকুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব স থ য কমপ ল ক স প রথম আল ক স ঘর ষ ব এনপ য বদল

এছাড়াও পড়ুন:

শাহবাজ শরিফ–জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী বললেন

কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল বুধবার দুজনকে ফোন করেন তিনি। এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন রুবিও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, শাহবাজ শরিফের সঙ্গে ফোনকলে পেহেলগামে হামলার ‘নিন্দা জানানোর প্রয়োজনীতা নিয়ে’ কথা বলেন রুবিও। একই সঙ্গে ‘অযৌক্তিক’ এই হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগীতার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে করা আলাদা একটি ফোনকলে নয়াদিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পেহেলগামে হামলার পেছনে পাকিস্তানের হাত আছে বলে ভারত যে অভিযোগ তুলেছে এবং প্রতিশোধের যে হুমকি দিচ্ছে—এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।

ট্যামি ব্রুস বলেন, ‘পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় যে প্রাণহানি হয়েছে, তা নিয়ে দুঃখ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী (রুবিও)। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সঙ্গে একজোট হয়ে কাজ করার যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে, তা–ও পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।’

সম্পর্কিত নিবন্ধ