কিশোরগঞ্জের ভৈরবে ঈদের দিন রাতে ছয় বছর বয়সী এক ছেলেশিশু বাড়ির সামনের সড়কে হাঁটাহাঁটি করছিল। তখন পরিচিত দুই কিশোর শিশুটিকে ধরে একটি মসজিদের শৌচাগারে নিয়ে যায়। সেখানে নিয়ে হাত–পা, চোখ–মুখ বেঁধে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে—এমন অভিযোগে গতকাল বুধবার দুপুরে ভৈরব থানায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে।

মামলার পর পুলিশ আজ বৃহস্পতিবার সকালে অভিযুক্ত এক কিশোরকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী শিশুটির পরিবারের সদস্যরা বলেন, শিশুটি বাড়িতে গিয়ে কান্না করছিল। একপর্যায়ে মা–বাবা বিষয়টি বুঝতে পারেন। পরে গত মঙ্গলবার শিশুটিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিশোর কুমার সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে।

শিশুটির বাবা বলেন, অভিযুক্ত দুজনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে বিচার চেয়েছেন। কিন্তু কেউ সাড়া দেননি। উল্টো নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। মামলা করায় এখন কেউ কেউ হুমকি দিচ্ছেন। আবার কেউ কেউ সালিসের মাধ্যমে মীমাংসার প্রস্তাব দিচ্ছেন।

অভিযুক্ত এক কিশোরের বাবা বলেন, বিশেষ কোনো কারণে তাঁর ছেলেকে অপবাদ দেওয়া হচ্ছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, শিশুটির পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত দুই কিশোরের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ