কোটি টাকা জরিমানায় খেলার অনুমতি পেলেন এমবাপ্পে-রুডিগাররা
Published: 4th, April 2025 GMT
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে উদযাপনের সময় প্রতিপক্ষের ভক্তদের অসম্মান করার অভিযোগ আনা হয় কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্তোনি রুডিগার ও দানি সেবায়োসের বিরুদ্ধে।
৯ এপ্রিল বাংলাদেশ সময় রাতে আর্সেনালের বিপক্ষে তাদের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে নামবে লস ব্লাঙ্কোসরা। ওই ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন রিয়ালের তারকা এই চার ফুটবলার। তবে জরিমানার শর্তে খেলার অনুমতি পেয়েছেন তারা।
সংবাদ মাধ্যম ইন্ডিপিনডেন্ট জানিয়েছে, উয়েফা রুডিগারকে ৪০ হাজার ইউরো, এমবাপ্পেকে ৩০ হাজার ইউরো এবং সেবায়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে। ভিনিসিয়াসকে জরিমানা করা হয়। মোট ৯০ হাজার ইউরো জরিমানা দিতে হবে রিয়ালকে। যা প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
এছাড়া এমবাপ্পে ও রুডিগারকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। তবে ওই সাজা এক বছরের মধ্যে যেকোন সময় ভোগ করতে হবে বলে উল্লেখ করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। যার অর্থ চলতি মৌসুমের বড় কোন ম্যাচ মিস করতে হবে না তাদের। সাজা ও জরিমানা করে উয়েফা জানিয়েছে, আচরণবিধির প্রাথমিক ধারা ভঙ্গ করেছেন রিয়ালের ফুটবলাররা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ল য় ন এমব প প হ জ র ইউর এমব প প
এছাড়াও পড়ুন:
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।
নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।
মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।
১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।
ঢাকা/আহসান/রাজীব