৬ দিনে সালমান-রাশ্মিকার সিনেমার আয় কত?
Published: 5th, April 2025 GMT
প্রায় দেড় বছর বিরতি নিয়ে বক্স অফিসে ফিরেছেন সালমান খান। এবারের ঈদে মুক্তি পায় সালমান খান এবং রাশ্মিকা মান্দানা অভিনীত সিনেমা ‘সিকান্দার’। এটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঈদ উপলক্ষে গত রবিবার (৩০ মার্চ) মুক্তি পাওয়া ‘সিকান্দার’ সিনেমাটি বক্স অফিসে আশানুরূপ পারফর্ম করতে ব্যর্থ হয়েছে। বক্স অফিস বিশ্লেষক স্যাকনিলকের মতে, ৬ দিনে সিনেমাটি ভারতে ৯৩.
সিকান্দার প্রথম সপ্তাহের শুক্র-শনিবারের কালেকশন মিস করে। কারণ, মুক্তি পায় রবিবার ৩০ মার্চে। স্যাকনিল্ক জানিয়েছে, সিনেমাটি প্রথম শুক্রবারে (ষষ্ঠ দিনে) মাত্র ৩.৫ কোটি রুপি আয় করেছে। সালমান খানের সিনেমার যে এমন হাল হতে পারে, তা হয়তো অনেকে কল্পনাতেও আনেনি। সালমান খানের শেষ সিনেমা ‘টাইগার থ্রি’ ষষ্ঠ দিনে ১৩.২৫ কোটি রুপি আয় করেছিল।
আরো পড়ুন:
কত টাকা আয় করল সালমান-রাশমিকার সিনেমা?
বুলেট প্রুফ গ্লাসের ওপার থেকে দেখা দিলেন সালমান
অনেকেই ভেবেছিলেন, ঈদের সিনেমা দিয়ে অন্তত ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করবেন সালমান খান। যেখানে ইতিমধ্যেই বিরাজমান শাহরুখ খান, সানি দেওল, ভিকি কৌশল, রণবীর কাপুররা।
স্যাকনিলক জানিয়েছে, ভারতে ২৬ কোটি টাকা দিয়ে খাতাখোলার পর সিকান্দার সিনেমাটি গত ৬ দিনে ৯৪ কোটির কাছাকাছি আয় করেছে, আর বিদেশের মাটিতে আয় করেছে ৪২ কোটি। তবে সিনেমাটির টিম দাবি করেছে যে, ৫ দিনে ১৬৯.৭৮ কোটি রুপি আয় করেছে সিকান্দার। এবার দেখার বিষয় ভারতীয় বক্স অফিসে শনিবার ও রবিবার অর্থাৎ সপ্তাহান্তে কেমন পারফর্ম ‘সিকান্দার’। বদলায় কি না, সালমান খানের সিনেমার ভাগ্য।
সালমান খান ও রাশ্মিকা মান্দনা ছাড়াও ‘সিকান্দার’-এ অভিনয় করেছেন সত্যরাজ, কাজল আগরওয়াল, শারমান যোশি, প্রতীক বব্বর, কিশোর, যতীন সরনা ও সঞ্জয় কাপুর। এটি সঞ্জয় রাজকোট ওরফে সিকান্দার নামে এক ব্যক্তির গল্প বলে, যিনি একজন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং এই নিয়ে নিজের ছেলেরই মুখোমুখি হন। সিনেমায় রাশ্মিকা তার স্ত্রী সাইসরি-র চরিত্রে অভিনয় করেছেন।
মুক্তির আগেই পাইরেসির শিকার হয়েছিল ‘সিকান্দার’। একাধিক ওয়েবসাইটে ফাঁস হয়ে যায় ‘সিকান্দার’। ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (আইএমপিপিএ) এর তীব্র নিন্দা জানিয়েছিল।
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার
প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা।
কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।
মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ।
এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা।
কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে।
কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে।
ঢাকা/ইমরান/রফিক