৬ দিনে সালমান-রাশ্মিকার সিনেমার আয় কত?
Published: 5th, April 2025 GMT
প্রায় দেড় বছর বিরতি নিয়ে বক্স অফিসে ফিরেছেন সালমান খান। এবারের ঈদে মুক্তি পায় সালমান খান এবং রাশ্মিকা মান্দানা অভিনীত সিনেমা ‘সিকান্দার’। এটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঈদ উপলক্ষে গত রবিবার (৩০ মার্চ) মুক্তি পাওয়া ‘সিকান্দার’ সিনেমাটি বক্স অফিসে আশানুরূপ পারফর্ম করতে ব্যর্থ হয়েছে। বক্স অফিস বিশ্লেষক স্যাকনিলকের মতে, ৬ দিনে সিনেমাটি ভারতে ৯৩.
সিকান্দার প্রথম সপ্তাহের শুক্র-শনিবারের কালেকশন মিস করে। কারণ, মুক্তি পায় রবিবার ৩০ মার্চে। স্যাকনিল্ক জানিয়েছে, সিনেমাটি প্রথম শুক্রবারে (ষষ্ঠ দিনে) মাত্র ৩.৫ কোটি রুপি আয় করেছে। সালমান খানের সিনেমার যে এমন হাল হতে পারে, তা হয়তো অনেকে কল্পনাতেও আনেনি। সালমান খানের শেষ সিনেমা ‘টাইগার থ্রি’ ষষ্ঠ দিনে ১৩.২৫ কোটি রুপি আয় করেছিল।
আরো পড়ুন:
কত টাকা আয় করল সালমান-রাশমিকার সিনেমা?
বুলেট প্রুফ গ্লাসের ওপার থেকে দেখা দিলেন সালমান
অনেকেই ভেবেছিলেন, ঈদের সিনেমা দিয়ে অন্তত ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করবেন সালমান খান। যেখানে ইতিমধ্যেই বিরাজমান শাহরুখ খান, সানি দেওল, ভিকি কৌশল, রণবীর কাপুররা।
স্যাকনিলক জানিয়েছে, ভারতে ২৬ কোটি টাকা দিয়ে খাতাখোলার পর সিকান্দার সিনেমাটি গত ৬ দিনে ৯৪ কোটির কাছাকাছি আয় করেছে, আর বিদেশের মাটিতে আয় করেছে ৪২ কোটি। তবে সিনেমাটির টিম দাবি করেছে যে, ৫ দিনে ১৬৯.৭৮ কোটি রুপি আয় করেছে সিকান্দার। এবার দেখার বিষয় ভারতীয় বক্স অফিসে শনিবার ও রবিবার অর্থাৎ সপ্তাহান্তে কেমন পারফর্ম ‘সিকান্দার’। বদলায় কি না, সালমান খানের সিনেমার ভাগ্য।
সালমান খান ও রাশ্মিকা মান্দনা ছাড়াও ‘সিকান্দার’-এ অভিনয় করেছেন সত্যরাজ, কাজল আগরওয়াল, শারমান যোশি, প্রতীক বব্বর, কিশোর, যতীন সরনা ও সঞ্জয় কাপুর। এটি সঞ্জয় রাজকোট ওরফে সিকান্দার নামে এক ব্যক্তির গল্প বলে, যিনি একজন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং এই নিয়ে নিজের ছেলেরই মুখোমুখি হন। সিনেমায় রাশ্মিকা তার স্ত্রী সাইসরি-র চরিত্রে অভিনয় করেছেন।
মুক্তির আগেই পাইরেসির শিকার হয়েছিল ‘সিকান্দার’। একাধিক ওয়েবসাইটে ফাঁস হয়ে যায় ‘সিকান্দার’। ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (আইএমপিপিএ) এর তীব্র নিন্দা জানিয়েছিল।
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।