‘হাজারও কণ্ঠে বর্ষবরণ’ এবার রবীন্দ্র সরোবরে
Published: 7th, April 2025 GMT
বিগত বছরগুলোর মতোই এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চ্যানেল আই-সুরের ধারা হাজারও কণ্ঠে বর্ষবরণ’। বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করতে ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ধানমন্ডির রবীন্দ্র সরোবর সুরের মূর্ছনায় আচ্ছন্ন থাকবে।
এবারের বর্ষবরণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের পাশাপাশি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরাও অংশ নিবেন। থাকবে ১৩ এপ্রিল সন্ধ্যা থেকে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান। লোকজ মেলা। মেলায় থাকবে দেশিয় সংস্কৃতির মেলবন্ধন। নাগর দোলা, লাঠি খেলা সহ দেশিয় নানান তৈজষপত্রের পসরা নিয়ে বসবেন দোকানিরা। অনুষ্ঠান সফল করতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পরেশনের কর্মকর্তাবৃন্দ সুরের ধারা এবং চ্যানেল আইয়ের প্রতিনিধিগণ এসময়ে উপস্থিত ছিলেন। মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন অনুষ্ঠান সফল করতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সব রকম সহযোগিতা থাকবে।
প্রসঙ্গত,এর আগে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রর সামনে আয়োজন করা হতো ‘চ্যানেল আই-সুরের ধারা হাজারও কণ্ঠে বর্ষবরণ’। মাঝে তিন বছর এটি নানা কারণে আয়োজনটি হয়নি। এবার ঝাঁকজমকপূর্নভাবে হবে অনুষ্ঠানটি। এমনটিই জানিয়েছেন আয়োজকরা।
উৎস: Samakal
কীওয়ার্ড: অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
অপ্রাপ্তবয়স্কের যৌন হয়রানির ভিডিও ছড়ানোর অভিযোগে রিয়াল ডিফেন্ডারের আড়াই বছরের কারাদণ্ড দাবি
এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জড়িয়ে তৈরি করা যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিওর বিরুদ্ধে আড়াই বছর কারাদণ্ডের আবেদন জানিয়েছে স্পেনের সরকারি কৌঁসুলি দপ্তর।
খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল যুব দলের সাবেক দুই খেলোয়াড় এক অপ্রাপ্তবয়স্ক ও আরেক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন এবং তাঁদের অজান্তে সেই দৃশ্য গোপনে ভিডিও করেন। আসেনসিও ওই ঘটনার অংশ ছিলেন না, তবে তিনি ভিডিওটি চেয়ে নিয়ে দেখেন এবং পরে তা আরেক বন্ধুকেও দেখান।
স্পেনের ফৌজদারি দণ্ডবিধির ৭৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এটি গোপনীয়তা লঙ্ঘনের দুটি অপরাধ। অভিযোগপত্রে আরও বলা হয়, ঘটনাটির পর ওই অপ্রাপ্তবয়স্ক মেয়ে ও তরুণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং পোস্টট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে আক্রান্ত হন। তাঁদের প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে ৫ হাজার ইউরো করে দেওয়ার জন্যও আবেদন জানানো হয়েছে। একই মামলায় আরও তিনজনের বিরুদ্ধেও কারাদণ্ড চাওয়া হয়েছে।
আরও পড়ুননিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী৪ ঘণ্টা আগেগত মে মাসেই এক প্রতিবেদনে দ্য অ্যাথলেটিক জানায়, এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে তৈরি করা যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন রিয়ালের মূল দলের সদস্য আসেনসিও। ঘটনাটি ঘটেছে ২০২৩ সালে স্পেনের গ্রান ক্যানারিয়ার দক্ষিণাঞ্চলের এক বিচ ক্লাবে।
রাউল আসেনসিকে গত মৌসুমে নিয়মিত মাঠে দেখা গেছে