ইসরায়েলি পতাকা নিয়ে শোভাযাত্রা করার অভিযোগে বিজেপি নেতা ও তার অনুগামীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মমতার দলের এক বিধায়ক।

সাম্প্রদায়িক বিশৃঙ্খলার চেষ্টা ও ভারতীয় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে সাবেক বিজেপি সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং ও তার একাধিক অনুগামীর বিরুদ্ধে অভিযোগ দয়া করেছেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের মমতার দলের বিধায়ক সোমনাথ শ্যাম। 

গত ৬ এপ্রিল রাম নবমীর দিন, সনাতনী পতাকা ও ভারতীয় পতাকার সঙ্গে ইসরায়েলি পতাকা নিয়ে শোভাযাত্রা করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাবেক বিজেপি সংসদ অর্জুন সিং। একাধিক মুসলিম অধ্যুষিত এলাকার মধ্য দিয়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। তৃণমূল বিধায়কের অভিযোগ, ইসরায়েলি পতাকা নেওয়ার মাধ্যমে ওই এলাকায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন ওই বিজেপি নেতা।  

আরো পড়ুন:

অগ্নিদগ্ধ পবন কল্যাণের ৮ বছরের পুত্র

ভারতে মুসলিম ওয়াকফ বিল ২০২৫ পুনঃবিবেচনার দাবি বিএনপির

বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের পতাকা নিয়ে রামনবমীর শোভাযাত্রা ব্যাপক বিতর্ক তৈরি করেছে। বিজেপি ওই নেতার এমন কর্মকাণ্ডের ফলে ব্যারাকপুর জুড়ে সাম্প্রদায়িক ও অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। এমনকি সোশ্যাল মিডিয়ায় ওই ছবি ছড়িয়ে পড়ায় এখনো সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কা করা হচ্ছে। আমি নিশ্চিত সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে দেওয়ার জন্যই ইচ্ছাকৃত এই ঘটনা ঘটানো হয়েছে। তাই ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।”

এদিকে এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, “আমি তো লুকিয়ে ইসরায়েলি পতাকা বহন করিনি। আমি প্রকাশ্যে নিয়েছি। ভারতের বন্ধু দেশ ইসরায়েল, তাই তার পতাকা নিয়েছি। আমার কাছে ভিডিও ফুটেজ রয়েছে যে, এখানকার জিহাদিরা গত মহররমের দিন ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছিল। ইসরায়েল সনাতনীদের সমর্থন করে। আজ ভারতের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার জন্য সবচেয়ে বেশি সাহায্য করেছে, পাশে থেকেছে বন্ধুদেশ ইসরায়েল। তা আমি ইসরায়েলের পতাকা নেব না তো কী পাকিস্তানের পতাকা নেব? ভারতবর্ষের পতাকা উপরে তার নিচে ইসরায়েলের পতাকা লাগিয়েছি, আমি যা করেছি খুব চিন্তাভাবনা করে করেছি। পাকিস্তান জিতলে যারা পতাকা ওড়ায়, পটকা ফাটায় তাদের কাছে আবার কৈফয়ত দিতে হবে?”

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকে জিহাদিদের দল উল্লেখ করে তিনি বলেন, “মমতা ব্যানার্জির দলটাই তো জিহাদিদের দল। এই দলে আর হিন্দু কোথায় এই দলে তো শুধু মুসলমানদের তুষ্টিকরণ। আজকে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের বাড়িঘর জ্বালাচ্ছে, নারীদের ধর্ষণ করছে, ধর্ম পরিবর্তন করাচ্ছে, তৃণমূল কোথায়? উল্টে ওপার থেকে ধীরে ধীরে বাংলাদেশিদের এনে তৃণমূল তাদের ভারতীয় নাগরিকত্বের সনদ প্রদান করছে। ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বানিয়ে দিচ্ছে। বাংলাদেশের জিহাদি সংগঠন মমতা ব্যানার্জিকে বলছে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে ফেলতে। আমি যা করেছি ঠিক করেছি।”

তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এর পাল্টা বলেন, “অর্জুন সিং কোনো দেশকে পছন্দ করেন বলে রাম নবমী মিছিলে সেই দেশের পতাকা নিয়ে না নেমে নিজের বাড়ির ছাদে ওড়ালেও তো পারতেন। আজ উনি ইসরায়েলের পতাকা নিয়ে মিছিল করছেন, পরবর্তীতে অন্য দেশের পতাকা নিয়ে মিছিল করবেন। এতে ভারত বিশেষ করে বাংলার সংস্কৃতি নষ্ট হচ্ছে।”

তৃণমূল বিধায়কের অভিযোগ, “অর্জুন সিং চাইছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে ধর্মীয় কারণে বিশৃঙ্খলা হোক।”

সুচরিতা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল র

এছাড়াও পড়ুন:

চিকিৎসার অভাবে শ্রমিক মৃত্যুর অভিযোগ, বন্দরে মহাসড়ক অবরোধ

অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া, চিকিৎসার অভাবে মৃত্যুবরণের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তারা এ অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিচারের আশ্বাসে এগারোটায় মহাসড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা। 

শ্রমিকরা জানান, 'লারিস ফ্যাশন' নামে একটি রপ্তানিমুখি গার্মেন্টসের নারী শ্রমিক রিনা (৩০) অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক রিনা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে। অবরোধকারী শ্রমিকদের অভিযোগ এ মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী। 

বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেন। সড়কে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ