ঝিনাইদহের সাগান্না বাঁওড়ে ২৯ একর জমির মালিকানা দাবি করে গ্রামবাসীর সংবাদ সম্মেলন
Published: 9th, April 2025 GMT
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না বাঁওড়ের ১২৬ দশমিক ৪৫ একর বিল শ্রেণির জমির মধ্যে ২৯ দশমিক ৪৫ একর জমি নিজেদের দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বেড়াদী গ্রামের ৩৫ জন বাসিন্দা।
গ্রামবাসীর দাবি, নিজেদের নামে এসএ ও আরএস রেকর্ডভুক্ত ওই জমিতে তাঁরা দীর্ঘদিন চাষাবাদ করছেন। সরকারি খাজনা দেওয়ার পরও সরকারের নাম ব্যবহার করে ওই জমি দখলের চেষ্টা চলছে।
তবে সরকারি কর্মকর্তারা বলছেন, সিএস রেকর্ডে নড়াইলের জমিদার এস্টেটের নামে এক খতিয়ানে ১২৬ দশমিক ৪৫ একর জমি রেকর্ডভুক্ত ছিল। এর মধ্যে এসএ ও আরএস রেকর্ডে ২৯ দশমিক ৪৫ একর জমি নিজেদের নামে রেকর্ড করিয়ে নেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে মামলা করলে পুরো জমি সরকারের বলে রায় দেন আদালত। এরপরও দখলকারীরা জমি ছাড়েননি। বিল শ্রেণির ওই জমি ব্যক্তি মালিকানায় যাওয়ার কোনো সুযোগ নেই।
আজ বুধবার বেলা ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জমির মালিকানা দাবি করা হয়। সংবাদ সম্মেলনে সবার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মহাদেব রায়। তিনি দাবি করেন, ব্যক্তি মালিকানাধীন জমির পাশের সাগান্না বাঁওড়ের জলমহাল ইজারা দেওয়ার সময় সরকার ব্যক্তি মালিকানাধীন বেড়াদী গ্রামের জমিও অন্তর্ভুক্ত করছে, যা নিয়ে আদালতে মামলা চলমান। ইতিমধ্যে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেই জমি দখলের চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বেড়াদী মৌজাভুক্ত সাগান্না বাঁওড়ের মোট জমির পরিমাণ ১২৬ দশমিক ৪৫ একর। একসময় ওই জমি নড়াইল জমিদার এস্টেটের মালিকানাধীন ছিল। পরে জমিদারি বিলুপ্ত হলে ১৬৭ নম্বর দাগভুক্ত ওই সম্পত্তি সরকারের অনুকূলে চলে যায়। তবে একই দাগের ২৯ দশমিক ৪৫ একর জমি সদরের হলিধানী ইউনিয়নের বেড়াদী গ্রামের কয়েকজনের নামে রেকর্ড হয়ে যায়। এসএ ও আরএস রেকর্ডমূলে তাঁরা ওই জমি ভোগদখল করছেন। একই দাগে বিল শ্রেণির জমির কিছু অংশের শ্রেণি পরিবর্তন করে ব্যক্তির নামে রেকর্ডের বিষয়টি জানার পর আদালতে মামলা করে জেলা প্রশাসন। পরে ১২৬ দশমিক ৪৫ একর জমির পুরোটার মালিক সরকার বলে রায় দেন আদালত। রায়ে সংক্ষুব্ধ হয়ে বেড়াদী গ্রামের কয়েকজন কৃষক আপিলও করেন।
এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের মন্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
হলিধানী ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা লিটন বিশ্বাস প্রথম আলোকে বলেন, ১২৬ দশমিক ৪৫ একর জমিই সরকারি। কয়েকজন দুটো রেকর্ড নিজেদের নামে করিয়েছেন। যার বিরুদ্ধে সরকার মামলা করে পক্ষে রায় পায়। দখলকারীরা আবার আপিল করেছেন। সরকার জমি দখলে নিতে গতকাল মঙ্গলবার সেখানে লাল পতাকা টানিয়ে দিয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সদর উপজ ল সরক র র র কর ড
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ