চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠ থেকে ৩-০ গোলে হেরে ফিরেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে ১৬ এপ্রিল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। জিতে সরাসরি সেমিফাইনালে যেতে ৪-০ গোলে জিততে হবে কার্লো আনচেলত্তির দলের। ৩-০ গোলে জিতলে যেতে হবে টাইব্রেকারে। 

ওই ম্যাচে নিশ্চিতভাবেই সান্তিয়াগো বার্নাব্যুর ছাদ বন্ধ করে দেবে রিয়াল মাদ্রিদ। ভক্তরা কানফাঁটা চিৎকারে গানারদের নাভিশ্বাস তুলে ছাড়বে। এমবাপ্পে-বেলিংহামরা নিজেদের স্নায়ুচাপ ধরে রেখে একের পর এক আক্রমণ করতে চাইবে। লড়বে কামব্যাকের জন্য। যেভাবে পূর্বে এই বার্নাব্যুতে ম্যানসিটি, চেলসি, পিএসজির নাভিশ্বাস তুলে কামব্যাক সম্পন্ন করেছে তারা।  

বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ২, ৫, ৭ মিনিটেই দুর্দান্ত সব কামব্যাকের গল্প লিখেছে। সেখানে ৯০ মিনিট অনেক সময়। নর্থ লন্ডনের ভুল ডাস্টবিনে ফেলে দলটির ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি তাই দলের ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। কম কথায় ‘ছাড়বো না হাল’ এই বার্তা দিয়েছেন কিয়িলান এমবাপ্পে। 

রিয়াল মাদ্রিদকে গত মৌসুমে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ আনচেলত্তি বলেছেন, ‘যা ঘটেছে সবকিছু ময়লার ঝুড়িতে ফেলে দিতে হবে। এই ধাক্কা সামলে নেওয়া কঠিন.

..। তারা খুব উচ্চ পর্যায়ের দল। খুব সংগঠিত। এই ধরনের দল শেষ দিকে আক্রমণের গতি বাড়ায়। আমাদের জন্য এখন সেমিতে যাওয়া কঠিন। তবে আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করে যেতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের যা যা করার আছে সব করতে হবে। বাজে এই ম্যাচের প্রতিক্রিয়া সামনের ম্যাচে দেখাতে হবে। আমাদের বিশ্বাস রাখতে হবে। কারণ বার্নাব্যুতে কিছুক্ষণ মানেই অনেক সময়, পূর্বেও তা দেখা গেছে।’ কিলিয়ান এমবাপ্পে বলেছেন, ‘আমাদের শেষ মিনিট পর্যন্ত বিশ্বাস রাখতে হবে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল য় ন এমব প প ক মব য ক এমব প প আম দ র

এছাড়াও পড়ুন:

এনসিসি ব্যাংকের পর্ষদের সভা অনুষ্ঠিত

বেসরকারি খাতের এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে পর্ষদ সভাটি হয়।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম (কোম্পানি সচিব) ও মো. হাবিবুর রহমান এবং বোর্ড ডিভিশনের এসএভিপি মো. নজরুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সভায় ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা–সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি মুনাফা করেছে ১৭৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ২৭৫ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ১০২ কোটি টাকা। সর্বশেষ গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি মুনাফা করে ৫৮ কোটি টাকা। গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা ২০১ কোটি টাকা।

সম্পর্কিত নিবন্ধ