কিশোরগঞ্জের ভৈরবে চকলেট দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৩) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।

পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে একটি শিশু ধর্ষণের ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়। পুলিশ প্রথমে শিশুটিকে উন্নত চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসা শেষে বৃহস্পতিবার বিকেলে শিশুটির মায়ের অভিযোগে ভিত্তিতে পাকার মাথা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কিছু যুবকের ছবি তুলে এনে ভুক্তভোগী শিশুটিকে দেখালে সে অভিযুক্ত ছেলেটিকে শনাক্ত করে। একাধিক ছবি দেখালেও শিশুটি শুধু অভিযুক্তকেই দেখিয়েছে। পরে তাকে আটক করে থানায় আনা হয়।

তিনি আরও বলেন, অভিযুক্ত কিশোরের বয়স ১৮ বছরের নিচে। তাই তাকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ৯ এপ্রিল বুধবার সন্ধ্যায় ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটির মা বিষয়টি টের পেয়ে রাত দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শিশুটির পরীক্ষা নিরীক্ষা শেষে ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ