হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত: সপরিবারে নিহত সিমেন্সের এক নির্বাহী কর্মকর্তা
Published: 11th, April 2025 GMT
যুক্তরাষ্ট্রের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে পাইলটসহ ছয় আরোহী নিহত হন। নিহতদের মধ্যে বহুজাতিক প্রযুক্তি কোম্পানি সিমেন্সের কর্মকর্তা অগুস্তিন এসকোবার ও তাঁর পরিবারের চার সদস্য রয়েছেন। বৃহস্পতিবার নিউইয়র্কের প্রশাসন এই তথ্য জানিয়েছে। অগুস্তিন স্পেনে সিমেন্সের রেল অবকাঠামো বিভাগের নির্বাহী হিসেবে নিযুক্ত ছিলেন। বৃহস্পতিবার জার্সি সিটির কাছে হাডসন নদীতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন আইন প্রয়োগকারী কর্মকর্তারা বলেছেন, সিমেন্সের নির্বাহী অগুস্তিন এসকোবার তাঁর পরিবারের সদস্যদের নিয়ে নিউইয়র্ক সিটিতে ভ্রমণ করছিলেন। এ সময় তাদের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং সবাই নিহত হন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার সময় তারা একটি বিকট শব্দ শুনতে পেয়েছেন। তার পর হেলিকপ্টারটি ভেঙে পড়তে দেখেছেন তারা।
ঊর্ধ্বতন এক আইন প্রয়োগকারী কর্মকর্তা বলেছেন, প্রযুক্তি কোম্পানি সিমেন্সের রেল অবকাঠামোর প্রধান নির্বাহী অগুস্তিন এসকোবার, তাঁর তিন সন্তান ও স্ত্রী ওই হেলিকপ্টারে ছিলেন। ঘটনার পর হিমশীতল নদী থেকে তাদের উদ্ধার করা হয়েছে। তবে কেউ বেঁচে নেই। ঘটনার সংবেদনশীলতার কারণে ওই আইন প্রয়োগকারী কর্মকর্তা তাঁর নাম প্রকাশ করেননি। খবর বিবিসির।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব ম ন ব ধ বস ত কর মকর ত
এছাড়াও পড়ুন:
খুলনায় মুক্তি পাচ্ছে ‘দেলুপি’
খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের নদী ভাঙনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দেলুপি’ সিনেমা। আগামী ৭ নভেম্বর খুলনায় মুক্তি পেতে যাচ্ছে এটি। এদিন নগরীর খালিশপুরের লিবার্টি সিনেমা হলে প্রদর্শিত হবে সিনেমাটি। ১৪ নভেম্বর থেকে ঢাকাসহ দেশব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম।
এর আগে ৫ নভেম্বর, সিনেমাটির প্রিমিয়ার শো প্রদর্শিত হবে বেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয় মাঠে। এখানে সিনেমাটির দৃশ্যধারনের কাজ হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
তার প্রথম সিনেমা ‘দেলুপি’। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটিতে এর শুটিং হওয়ায় এবং এর অভিনেতা ও অভিনেত্রীরা খুলনা অঞ্চলের হওয়ায় আগামী ৭ নভেম্বর সিনেমাটি খুলনায় মুক্তি পাবে। ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ১৪ নভেম্বর থেকে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির প্রচার শুরু হয়েছে। সিনেমার ট্রেইলার, টিজার, গানও প্রচারিত হচ্ছে। সিনেমাটিতে রাজনীতি, ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রামের গল্প বলেছেন বলে জানান পরিচালক মোহাম্মদ তাওকীর।
খুলনায় নানাভাবে সিনেমাটির প্রচারের পরিকল্পনা করেছেন পরিচালক মোহাম্মদ তাওকীর। তার ভাষায়, “আরো বেশ কিছুদিন খুলনায় সিনেমাটির প্রচারের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে—সারা শহরে চিকা মারা, পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫ নভেম্বর প্রিমিয়ার, লিবার্টি সিনেমা হল সাজিয়ে দর্শকদের জন্য প্রস্তুত করা, ওয়ান্ডারল্যান্ড পার্কে প্রচার ছাড়াও নানা ধরণের কর্মসূচি। একই সঙ্গে খুলনার ৪টি উপজেলায় স্পেশাল শোয়ের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ৮ ও ৯ নভেম্বর বটিয়াঘাটা উপজেলা এবং ১০ নভেম্বর দাকোপ উপজেলা, ১১ নভেম্ব পাইকগাছা উপজেলা ও ১২ নভেম্বর ডুমুরিয়া উপজেলা সদরে প্রদর্শিত হবে।”
‘দেলুপি’ সিনেমার অভিনয়শিল্পীরা খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমাটিতে অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ অনেকে।
ঢাকা/নুরুজ্জামান/শান্ত