জনপ্রিয় ব্রিটিশ-বাঙালি কণ্ঠশিল্পী, চট্টগ্রামের বাঁশখালীর কন্যা লাবণী বড়ুয়ার একক সংগীতানুষ্ঠান সম্প্রতি ইস্ট লন্ডনের রিচমিক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘লাবণী বড়ুয়া আনবাউন্ডেড’ শীর্ষক অনুষ্ঠানে কানায় কানায় পূর্ণ মিলনায়তনে সুরের আবেশ ছড়ান শিল্পী। লাবণীর গান শুনতে দূরের গ্রাম থেকেও ছুটে আসেন দর্শকরা। অনুষ্ঠানকে কেন্দ্র করে চট্টগ্রামবাসীর মিলনমেলায় পরিণত হয় ইস্ট লন্ডনের রিচমিক্স মিলনায়তন।
অনুষ্ঠানে শিল্পী ‘বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর’, ‘তখন তোমার একুশ বছর বোধয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়’, ‘জোছনা করেছে আড়ি আসে না আমার বাড়ি’, ‘একটা গান লিখো আমার জন্য’, ‘আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া’সহ আরও একাধিক বাংলা, হিন্দি ও গজল পরিবেশন করেন।
‘ও আমার বন্ধুগণ চিরসাথী পথচলায়’ গানটি লাবণী বাংলা ভাষায় এবং ইউক্রেনের প্রখ্যাত সংগীতশিল্পী একা কাটেরিনা ইউক্রেনের ভাষায় গেয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
রাঙতা আর্টসের উদ্যোগে অনুষ্ঠানে লাবণীর সঙ্গে কিবোর্ডে ছিলেন সুনীল যাদব, তবলায় পিয়াস বড়ুয়া, অক্টোপ্যাডে রিজান আহমেদ, কণ্ঠ এবং বান্দুরা সহযোগিতায় করেন ইউক্রেনের প্রখ্যাত সংগীতশিল্পী একা কাটেরিনা। আবৃত্তিশিল্পী ও কবি তানজিনা নূর-ই সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আলো প্রক্ষেপণে ছিলেন সাহাব উদ্দিন বাচ্চু, সানি, সাবা ও জান্নাত।
শিল্পী লাবণী বড়ুয়া বলেন, ‘আপনাদের এই ভালোবাসা ভোলার নয়। লন্ডনের বিভিন্ন দূরের শহর থেকে আপনারা আমার গান শুনতে ছুটে এসেছেন এটা আমাকে আরও বেশি সাধনায় অনুপ্রাণিত করবে।’
লাবণীর সংগীতগুরু পণ্ডিত চিরঞ্জীব চক্রবর্তী বলেন, ‘আমার ছাত্রীর গান এত মানুষ ভালো বেসে শুনতে এসেছেন, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আপনাদের আশীর্বাদ পেলে লাবণী আরও অনেকদূর এগিয়ে যাবে আমার দৃঢ় বিশ্বাস।’
সৌধ পরিচালক টিএম আহমেদ কায়সার বলেন, ‘এই সংগীতানুষ্ঠান নিরীক্ষাধর্মী নতুন গানের জন্য এক নতুন দরজা খুলে দিল। ইউক্রেনিয়ান বান্দুরা ও তাদের ঐতিহ্যের স্মারক সব সংগীতের সঙ্গে আমাদের দক্ষিণ এশীয় সংগীতের আশ্চর্য সংযোগ এবং এসব নিয়ে অপূর্ব সব উপস্থাপনা আমার খুব ভালো লেগেছে।’ এতে আরও বক্তব্য রাখেন হিলসাইড ট্রাভেলের হেলাল খান, গ্লোওমেনের প্রতিষ্ঠাতা স্নিগ্ধা মিষ্টি, সুজন বড়ুয়া প্রমুখ।
প্রসঙ্গত, বাঁশখালীর মেয়ে শিল্পী লাবণী ইতোমধ্যে ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে বাঙালি শ্রোতাদের মনজয় করেছেন। শাস্ত্রীয় সংগীতে তালিম নেওয়া লাবণী মূলত পরিবেশন করেন বলিউড, বাংলা উপশাস্ত্রীয়, ফোক এবং আধুনিক গান। সংবাদ বিজ্ঞপ্তি
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড