শেরপুরে কুয়া সংস্কার করতে গিয়ে দুই ভায়রার মৃত্যু
Published: 13th, April 2025 GMT
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কুয়া সংস্কার করতে গিয়ে অক্সিজেনের অভাবে দুই ভায়রার মৃত্যু হয়েছে। রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভূঁইয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার শালচূড়া ভূঁইয়া বাড়ি গ্রামের নীলমোহন কোচের ছেলে নিরঞ্জন কোচ (৩৫) ও রাংটিয়া গ্রামের নিপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৪৫)। তাঁরা উপজেলার রাংটিয়া গ্রামের গণেন্দ্র কোচের দুই মেয়ের জামাতা। এ ঘটনায় রাংটিয়া গ্রামের নিধিরাম কোচের ছেলে মহা কোচ (৩০) আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে শালচূড়া ভূঁইয়া বাড়ি গ্রামের নিরঞ্জন কোচের বাড়িতে পানি সংগ্রহের জন্য একটি কুয়া তৈরির কাজ শুরু হয়। কাজ শেষ না হওয়ায় সেটি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখা ছিল। আজ বিকেলে ভেতরে জমে থাকা ময়লা পানি পরিষ্কার ও সংস্কার করতে ঢাকনা সরিয়ে কুয়ার ভেতরে নামেন নিরঞ্জন কোচ। এ সময় তিনি অচেতন হয়ে পড়েন। তাঁকে (নিরঞ্জন) বাঁচাতে তাঁর ভায়রা (স্ত্রীর বড় বোনের স্বামী) কুয়ার ভেতরে নামলে তিনিও অচেতন হয়ে পড়েন। এ দৃশ্য দেখে আরেক স্বজন মহা কোচ কুয়ায় নামার চেষ্টা করলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কুয়ার ভেতর থেকে মৃত অবস্থায় নিরঞ্জন ও নারায়ণকে উদ্ধার করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত মহা কোচকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড