এমবাপ্পের লাল কার্ড, এক ম্যাচের জন্য নিষিদ্ধ
Published: 14th, April 2025 GMT
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। পারফরম্যান্সের অধারাবাহিকতার সঙ্গে উটকো ঝামেলায় পড়তে হচ্ছে ইউরোপের সেরা এই ক্লাবটির।
রোববার লা লিগার ম্যাচে আলাভেসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল। পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলের বিপক্ষে সাচ্ছন্দ্যে ছিল না ক্লাবটি। কেননা ম্যাচে দশ জনকে নিয়ে খেলতে হয়েছে অধিকাংশ সময়ে। ৩৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে।
আন্তোনিয়ো ব্লাঙ্কোকে মারাত্মক ফাউল করেন এমবাপ্পে। শুরুতে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে সরাসরি লাল কার্ড দেখান।
আরো পড়ুন:
চড়া মূল্যে শীর্ষে উঠল বার্সা
৭২ ঘণ্টার বিশ্রাম ছাড়া ম্যাচ খেলতে নামবে না রিয়াল
লাল কার্ডের পর, এমবাপ্পের নিষেধাজ্ঞার দৈর্ঘ্য নিয়ে উদ্বেগ ছিল কারণ এই মাসের শেষের দিকে বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালে তার উপস্থিতি ঝুঁকির মধ্যে পড়তে পারত, যদি তাকে তিন বা চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হত।
মাদ্রিদ নিউজ এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, এমবাপ্পে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে। তাতে এ সপ্তাহের শেষ দিকে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না। পরের সপ্তাহে গেতাফের বিপক্ষে খেলতে পারবেন।
আগামী ২৬ এপ্রিল সেভিলে বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তার খেলতে কোনো বাধা থাকল না। যা লস ব্লাঙ্কোসদের জন্য বিরাট স্বস্তির খবর। রিয়াল মাদ্রিদের হয়ে ইতিমধ্যেই দুটি ট্রফি জিতেছেন এমবাপ্পে।
এদিকে লাল কার্ড ও মাঠের অপ্রীতিকর পরিস্থিতির জন্য ক্ষমা চেয়েছেন ফরাসি তারকা। কোচ কার্লো আনচেলত্তির নিষেধাজ্ঞায় দায়িত্ব পালন করেছিলেন দাভিদে আনচেলত্তি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দাভিদে বলেছেন, ‘‘কিলিয়ান উগ্র ছেলে নয়। সে কী করেছে সেটা বুঝতে পেরেছে এবং সে ক্ষমাও চেয়েছে। ওটা পরিষ্কার লাল কার্ড পাওয়ার মতো ফাউল ছিল এবং সে ফল ভোগ করেছে।”
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স প য ন শ ফ টবল ক ল য় ন এমব প প ন এমব প প
এছাড়াও পড়ুন:
এনসিসি ব্যাংকের পর্ষদের সভা অনুষ্ঠিত
বেসরকারি খাতের এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে পর্ষদ সভাটি হয়।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম (কোম্পানি সচিব) ও মো. হাবিবুর রহমান এবং বোর্ড ডিভিশনের এসএভিপি মো. নজরুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।
এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সভায় ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা–সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়।
ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি মুনাফা করেছে ১৭৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ২৭৫ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ১০২ কোটি টাকা। সর্বশেষ গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি মুনাফা করে ৫৮ কোটি টাকা। গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা ২০১ কোটি টাকা।